দার্জিলিং, 29 এপ্রিল:"অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে দলকে নষ্ট করবে । বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করছেন নেতা হওয়ার জন্য ।" শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে অভিষেকের 'নবজোয়ার কর্মসূচি' নিয়ে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ পামাণিক । এখানেই থেমে থাকেননি তিনি । নিশিথ প্রামাণিক আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে দল তৈরি করেছেন । এটা অস্বীকার করিনা । প্রচুর পরিশ্রম করে তিনি দলটাকে তৈরি করেছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাসুট থেকে নেমে নেতা হয়েছেন ।" কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে ।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলা থেকে সরানো নিয়ে তিনি মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ ৷ আশ্বাসও দেন তিনি ৷ এই প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই । মামলা মামলার মতো চলবে । বিচারব্যবস্থাকে আমরা সম্মান করি । অভিজিৎবাবুকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তথ্য ও প্রমানের ভিত্তিতে যেভাবে মামলা চলছে নিশ্চিতভাবেই আগামিদিনে মামলা চলবে সেইভাবে । ওনার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসা হয়েছে এই মামলার জন্য । বিচারব্যবস্থায় যারা দোষী তাদের খুঁজে বের করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার তা নেওয়া হবে ।