পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nisith Slams Abhishek: মুখ্যমন্ত্রীর পদবী ব্যবহার করেই অভিষেকের উত্থান, জনসংযোগ যাত্রাকে কটাক্ষ নিশীথের

বাগডোগরা বিমানবন্দরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 10:01 PM IST

Updated : Apr 29, 2023, 11:02 PM IST

মুখ্যমন্ত্রীর পদবী ব্যবহার করেই অভিষেকের উত্থান কটাক্ষ নিশীথের

দার্জিলিং, 29 এপ্রিল:"অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে দলকে নষ্ট করবে । বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করছেন নেতা হওয়ার জন্য ।" শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে অভিষেকের 'নবজোয়ার কর্মসূচি' নিয়ে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ পামাণিক । এখানেই থেমে থাকেননি তিনি । নিশিথ প্রামাণিক আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে দল তৈরি করেছেন । এটা অস্বীকার করিনা । প্রচুর পরিশ্রম করে তিনি দলটাকে তৈরি করেছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাসুট থেকে নেমে নেতা হয়েছেন ।" কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে ।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলা থেকে সরানো নিয়ে তিনি মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ ৷ আশ্বাসও দেন তিনি ৷ এই প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানো নিয়ে হতাশ হ‌ওয়ার কিছু নেই । মামলা মামলার মতো চলবে । বিচারব্যবস্থাকে আমরা সম্মান করি । অভিজিৎবাবুকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তথ্য ও প্রমানের ভিত্তিতে যেভাবে মামলা চলছে নিশ্চিতভাবেই আগামিদিনে মামলা চলবে সেইভাবে । ওনার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসা হয়েছে এই মামলার জন্য । বিচারব্যবস্থায় যারা দোষী তাদের খুঁজে বের করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার তা নেওয়া হবে ।

আরও পড়ুন:রাজনীতিতে অপরিণত, দলের অনেকেই অভিষেককে নেতা মানেন না; ফের তোপ নিশীথের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরিপক্ক রাজনীতিবিদ আখ্যা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । তার কর্মসূচি প্রথমদিন ফ্লপ শো বলে জানান তিনি । অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের যেখানে যেখানে যাবেন সেখানেই তৃণমূল কংগ্রেসের সংগঠন নষ্ট হবে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী । এছাড়াও কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । নিশীথের অভিযোগ, উত্তরবঙ্গে বিজেপির বন্ধে আপামর জনসাধারণ সামিল হয়েছে উত্তরবঙ্গে অভিষেক থাকার পরেও । উত্তরবঙ্গের মানুষ অভিষেককে চাইছে না, মেনে নিতে পারছে না । রাজ্যের পুলিশ রাজবংশী ছেলেকে ঘরে ঢুকে গুলি করেছে । এতে অভিষেক কেন চুপ ? রাজনৈতিক সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ ও খুন করছে কেন অভিষেক চুপ ? রাজবংশীদের ওপর অত্যাচার করছে পুলিশ। আগামিদিনে একজোট হয়ে প্রতিবাদ হবে ।

Last Updated : Apr 29, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details