শিলিগুড়ি, 26 ডিসেম্বর: "জঙ্গি দমনে কেন্দ্র ও রাজ্যকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার দরকার । তবেই উত্তর পূর্ব ভারতের (North East India) এই চিকেন নেককে আমরা সুরক্ষিত রাখতে পারব", সোমবার দিল্লি থেকে শিলিগুড়িতে (Siliguri) ফিরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ।
প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়িতে আইএসআই জঙ্গি সন্দেহে এক এজেন্টকে (ISI Agent) অভিযান চালিয়ে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । এরপর শিলিগুড়িতে ভুয়া আইএএস আধিকারিকের (Fake IAS Officer) পরিচয় দিয়ে প্রতারককে গ্রেফতার করতে গেলে ওই অভিযুক্তের গুলিতে আহত হন পুলিশ কর্মী ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী । এদিন তিনি বলেন, "শিলিগুড়ি-সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপর রয়েছে । কোনও দেশ বিরোধী শক্তি যদি মাথাচাড়া দেয়, তবে ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রক কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে । বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন ও নাশকতার সঙ্গে জড়িতরা ধরা পড়ছে । সেই জন্য রাজ্য ও কেন্দ্রকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত ।"