দার্জিলিং, 5 ডিসেম্বর: নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সেকশনে যাত্রী সংখ্যা কম হওয়ার (Insufficient Patronisation) কারণে কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা (NFR cancels few Darjeeling Toy Trains) ৷
ন্যারোগেজ টয় ট্রেন হিমালয় পাহাড়ের মধ্য দিয়ে তার আকর্ষণীয় ভ্রমণের জন্য বিশ্ববিখ্যাত । এনএফআর প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, যে ট্রেনগুলি বাতিল করা হবে তার মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি এবং এর মধ্যে একটি জোড়া ত্রি-সাপ্তাহিক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন, দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে দুটি জোড়া ডিজেল-স্পেশাল ।
সিপিআরও বলেছেন যে, দার্জিলিং-ঘুম-দার্জিলিং স্পেশাল জয়রাইড বাতিল থাকবে 6 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এবং নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি ত্রি-সাপ্তাহিক এসি যাত্রী ট্রেনটি 17 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে । এই জয়রাইডগুলির প্রতিটিতে তিনটি প্রথম শ্রেণির চেয়ার কার ছিল যেখানে মোট 30টি আসন রয়েছে ।
আরও পড়ুন:দার্জিলিঙে ধস, সাময়িক ব্যাহত টয় ট্রেন পরিষেবা
এই বছরের শুরুর দিকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) এ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)কে মে মাসে 2.75-কোটি টাকা ব্যয়ের বিপরীতে 3.20-কোটি আয় করতে সাহায্য করেছিল । 2018 সালের আগে 2.07 কোটি টাকা থেকে 54 শতাংশ বেশি ছিল । এনএফআর আইএএনএসকে বলেছে যে, এই জয়রাইডগুলির গ্রহণযোগ্য চাহিদা যদি থাকে ভবিষ্যতে এই ট্রেনগুলি ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 88 কিলোমিটার জুড়ে ন্যারোগেজ ডিএইচআর-এর কাজ 1879 এবং 1881 সালের মধ্যে শেষ হয়েছিল ৷