শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর:উপাচার্য হয়েই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যোগ রাখবেন না জানিয়ে দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত উপাচার্য ওমপ্রকাশ মিশ্র (New VC Omprakash Mishra) । প্রসঙ্গত, গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন উপাচার্য থাকাকালীন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চান না তিনি।
সরকারের তরফ থেকে যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করাই হবে তার প্রধান কাজ। আর সে কারণেই দলের সব দায়িত্ব থেকে সরছেন এই প্রবীণ রাজনীতিক। তিনি এও জানান, ইতিমধ্যেই তাঁর বক্তব্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর নাম জড়ানোর পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় উপাচার্য করে আনা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশকে। যিনি এখানকার ভূমিপুত্রও বটে।
আরও পড়ুন:অবশেষে অপসারিত সুবীরেশ, জোড়া উপাচার্যের দায়িত্বে ওমপ্রকাশ
দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি, একইসঙ্গে সমানভাবে করেছেন শিক্ষকতাও। তবে হঠাৎ করে উপাচার্য হওয়ার পর কেন প্রত্যক্ষ রাজনীতিতে সরে যাওয়ার কথা বলছেন তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই প্রবীণ রাজনীতিক নিজে পুরো বিষয়টি খোলাসা করে বলেননি। শুধু তিনি জানিয়েছেন, উপাচার্যের দায়িত্ব অনেক বড়। কোনও নির্দিষ্ট দলের প্রতিনিধি হয়ে সেই দায়িত্ব গ্রহণ দলের ঘোষিত নীতিশিক্ষার রাজনীতিকীকরণ না করার বিরোধী।
তাই দলের নীতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটি গর্বের বিশ্ববিদ্যালয়। অনেক কাজ করার সুযোগ রয়েছে সেখানে। তিনি সেই কাজ ভালোভাবে পালন করতে চান। তিনি আরও বলেন, "আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ের গরিমার গৌরবে গর্বিত। আমরা সব অধ্যাপক মিলে আরও ভালো কাজ করব।" প্রসঙ্গত, তাঁকে তাঁর উত্তরসূরি সুবীরেশ ভট্টাচার্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁর সোজা এবং স্পষ্ট উক্তি, "অতীত নিয়ে বিশেষ আগ্রহী নয় আমি। আর জানিও না। বরং যা বলার বর্তমান নিয়ে বলুন। এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোনও ভালো সাজেশন থাকলে দিন। অনেক কাজ করার আছে তা ভালোভাবে করতে দিন।"
রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না বললেন ওমপ্রকাশ আরও পড়ুন:পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ !
উল্লেখ্য, শুধু শিক্ষাবিদ ভাবলে ওমপ্রকাশ মিশ্রকে ভুল ব্যাখ্যা করা হবে। প্রথম জীবনে কংগ্রেস এবং পরবর্তীতে অর্থাৎ বর্তমানে তৃণমূল কংগ্রেসে সক্রিয় রাজনীতির অংশ ছিলেন তিনি। একাধিক ভোটে লড়াইও করেছেন তিনি। তবে জয়ের স্বাদ পাননি। প্রসঙ্গত, 2004 সালের লোকসভা ভোটে যাদবপুর থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তীর কাছে হেরে যান। 2006 সালে বিধানসভা ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে প্রার্থী হন ওমপ্রকাশ। সে বারও পরাজিত হতে হয়েছিল তাঁকে। এরপর 2014 সালে নিজের জেলা বালুরঘাট থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেবারও ভাগ্য তার সহায় হয়নি।
2016 সালের বিধানসভা নির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চেয়ে ওমপ্রকাশ আবেদন করেছিলেন। তবে কংগ্রেস হাইকমান্ড তাঁকে এই আসনে লড়াই করার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত ওই আসনে বামফ্রন্ট ও কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয়-জায়া দীপা দাশমুন্সি। 2019 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান এরপর একুশের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিল ঘাসফুল শিবির। 2021 সালের বিধানসভা ভোটেও জিততে পারেননি এই প্রবীণ রাজনীতিক। শেষ পর্যন্ত সেখানে তাঁকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে হারতে হয়। আর সেই হারের পর উপাচার্য হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হলেন।
আরও পড়ুন:প্রাথমিকের চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে অনুমতি হাইকোর্টের