পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mitali Express : আরও কাছে দুই বাংলা, পথচলা শুরু এনজেপি-ঢাকা মিতালি এক্সপ্রেসের - New Jalpaiguri Dhaka Mitali Express flagged off

শিলিগুড়ি থেকে বুধবার চালু হল ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস (Mitali Express) ৷ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে মিতালি এক্সপ্রেসের উদ্বোধনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ভার্চুয়াল ওই ট্রেনের শুভ সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ।

Mitali Express news
পথচলা শুরু ঢাকা মিতালি এক্সপ্রেসের

By

Published : Jun 1, 2022, 1:19 PM IST

শিলিগুড়ি, 1 জুন :দীর্ঘ প্রতীক্ষার অবসান । আরও কাছে এপার এবং ওপার বাংলা । অবশেষে শিলিগুড়ি থেকে বুধবার চালু হল ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস (Mitali Express)। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহরবাসী । মিতালি এক্সপ্রেস পরিষেবা উদ্বোধনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন জুড়ে । নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে এই ট্রেনটি । বুধবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । দিল্লি থেকে ভার্চুয়াল ওই ট্রেনের শুভ সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।

মিতালি এক্সপ্রেস ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী তৃতীয় ট্রেন এবং উত্তরবঙ্গের প্রথম ট্রেন । রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া মাথাপিছু 4 হাজার 905 টাকা, এসি কেবিন চেয়ারকারের ভাড়া 3 হাজার 805 টাকা, এসি চেয়ারকারের ভাড়া 2 হাজার 707 টাকা । নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা রেল স্টেশনের দূরত্ব কিলোমিটার । যার মধ্যে 69 কিলোমিটার ভারতের অধীনে । বাকি বাংলাদেশের অধীনে রয়েছে । ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল 11.45 মিনিটে ছেড়ে বাংলাদেশের সময়ে রাত 10.30 মিনিটে ঢাকাতে পৌঁছবে । মাঝে ভারতের দিকে সীমান্তর শেষ স্টেশন হলদিবাড়ি । বাংলাদেশের দিকে শেষ সীমান্ত স্টেশন চিলাহাটি । ওই দুটি স্টেশনে 10 মিনিট করে দাঁড়াবে লোকো পাইলট বদলানোর জন্য । এছাড়া এই ট্রেনের আর কোনও স্টপেজ নেই । বহু প্রত্যাশিত এই মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার এবং বাংলাদেশের ঢাকা থেকে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার । ট্রেনের টিকিট কাটার জন্য পাসপোর্ট ভিসা আবশ্যক । নিউ জলপাইগুড়ি রেল স্টেশনেই কাস্টমসের ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হয়েছে । সেখানেই যাত্রীদের যাবতীয় নথি খতিয়ে দেখা হবে ।

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে মিতালি এক্সপ্রেস

আরও পড়ুন :কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

এদিন মোট 18 জন যাত্রী নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মিতালি এক্সপ্রেসে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন । সাংসদ জয়ন্ত রায় বলেন, "এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম । দুই বাংলা আরও কাছে চলে আসল । গোটা উত্তরবঙ্গের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে ।" উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা বলেন, "উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে চলাচলকারী মিতালি এক্সপ্রেস প্রথম ট্রেন । এই ট্রেন দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে ।" বাংলাদেশের চিটাগংয়ের বাসিন্দা যাত্রী সরজ চৌধুরী বলেন, "আমি প্রথমে বিমানের টিকিট কেটেছিলাম । পরে যখন শুনি ট্রেন চালু হচ্ছে তখন বিমানের টিকিট বাতিল করে ট্রেনের টিকিট কাটলাম । দু'পারের মানুষের জন্যই এই ট্রেনটি যাতায়াতে অনেক সুবিধা হবে । কারণ কলকাতা হয়ে যাতায়াতে অনেকটা সময় লাগে ও ব্যয় সাপেক্ষ ।" আরেক যাত্রী ঢাকার বাসিন্দা টিটু সিদ্দিক বলেন, "আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই ট্রেন চালু হওয়ার । খুব আনন্দ লাগছে । প্রচুর পর্যটক, ব্যবসায়ী সাধারণ মানুষ দু'দেশে যাতায়াত করে । এই ট্রেন দুই দেশের মধ্যে সেতু বন্ধন হয়ে থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details