শিলিগুড়ি, 23 এপ্রিল: নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মুকুটে জুড়ল নতুন পালক । ভারত-বাংলাদেশের মধ্যে নতুন ট্রেন পরিষেবা খুব দ্রুত শুরু হওয়ার কথা । এরাজ্যের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের ঢাকার মধ্যে চলবে নতুন মিতালি এক্সপ্রেস । ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং যাত্রী পরিবহণের সুবিধার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মিতালি এক্সপ্রেসের জন্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে যুক্ত করা হল (new immigration check post at NJP)। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে ব্যবসায়ী সকলে । ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবার জন্য তিনটি রেলওয়ে চেকপোস্ট তৈরির ঘোষণা আগেই করা হয়েছিল । সেগুলি হল চিৎপুর, গেদে এবং হরিদাসপুর । এবার সেই তালিকায় যুক্ত হল এনজেপি রেল স্টেশন ।
জানা গিয়েছে, এই স্টেশনগুলির চেকপোস্ট অভিবাসন বিভাগ দ্বারা পরিচালিত হবে । এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে চেকপোস্ট করা হল । এটি একটি অনুমোদিত ইমিগ্রেশন চেকপোস্ট, যা ভারতে প্রবেশ এবং প্রস্থান করার জন্য বৈধ ভ্রমণ নথি থাকা সমস্ত শ্রেণির যাত্রীদের জন্য পরিষেবা প্রদান করবে । নিউ জলপাইগুড়ি রেল স্টেশনটি জলপাইগুড়ি জেলার ব্যুরো অফ ইমিগ্রেশন বিভাগের চিফ ইমিগ্রেশন অফিসারের তত্ত্বাবধানে চলবে । তাঁকেই ওই স্টেশনের ‘সিভিল অথরিটি’ হিসাবে নিয়োগ করা হয়েছে ।