শিলিগুড়ি, 14 জানুয়ারি: চলতি বছরের প্রথম দিকে পৌরনিগম ভোট ৷ তার আগে রাজ্যের সমস্ত জেলার CPI(M) নেতৃত্বকে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হল দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক থেকে । আজ সকালে বৈঠকে জানানো হয়েছে নির্বাচনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে দলের জেলা নেতৃত্বকে । সবরকম দুর্বলতা কাটিয়ে দলকে জনতার দরবারে নেতাদের যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠক থেকে ।
পৌরভোটের আগে দলকে সক্রিয় হওয়ার নির্দেশ CPI(M) নেতৃত্বের - latest news of siliguri
শিলিগুড়ি পৌরনিগমের উন্নয়নের টাকা দিচ্ছে না রাজ্য সরকার ৷ এর আগে একাধিকবার এই অভিযোগ করেছেন মেয়র অশোক ভট্টাচার্য । এবারে তিনি এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর চেষ্টা করছেন ৷
শিলিগুড়ি পৌরনিগমের উন্নয়নের টাকা দিচ্ছে না রাজ্য সরকার ৷ এর আগে একাধিকবার এই অভিযোগ করেছেন মেয়র অশোক ভট্টাচার্য । এবারে তিনি এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর চেষ্টা করছেন ৷ সূত্রের খবর, এই পদক্ষেপকে বাস্তবায়িত করতে অশোক ভট্টাচার্য পাশে পেয়েছেন দলকে ৷ দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র না কি অশোকবাবুকে পরামর্শ দিয়েছেন, স্ট্রিট কর্নার ও বাড়ি বাড়ি প্রচার করার ৷ এই প্রচারে মানুষের কাছে রাজ্যের বঞ্চনার বিষয়টি তুলে ধরার পরামর্শও দিয়েছেন সূর্যবাবু ৷
এই বিষয়ে অশোকবাবু জানান, ইতিমধ্যে এই বিষয় একটি পুস্তিকাও প্রকাশ করেছেন । যেখানে ছত্রে-ছত্রে রাজ্য সরকারের বঞ্চনার প্রমাণ রয়েছে বলে দাবি তাঁর । কলকাতা ও দুই 24 পরগনার নেতাদের সাধারণ জীবনযাপনের কথা বলা হয়েছে আজকের বৈঠকে । স্বচ্ছ ভোটার তালিকা, সবার ভোটদান নিশ্চিত করার জন্য সব ভোটারকে দলের তরফে ভরসা দেওয়ার কথাও বলা হয়েছে ।