পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Safari Park :অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নয়া উদ্যোগ বেঙ্গল সাফারি পার্কে - Bengal Safari Park

পর্যটকদের জন্য উপহার নিয়ে এল বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) ৷ পয়লা বৈশাখ থেকেই বেঙ্গল সাফারি পার্কে চালু হচ্ছে জিপ লাইন ও বার্মা ব্রিজ। এর জন্য় 14 লক্ষ টাকা বরাদ্দ করেছে পার্ক কর্তৃপক্ষ ৷

Bengal Safari Park
অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নয়া উদ্যোগ বেঙ্গল সাফারি পার্কে

By

Published : Apr 14, 2022, 6:11 PM IST

শিলিগুড়ি,14 এপ্রিল: বাংলা নতুন বছর উপলক্ষ্যে পর্যটকদের জন্য উপহার নিয়ে এল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ (Bengal Safari Park)। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য আর ছুটে যেতে হবে না অন্য কোথাও । বেঙ্গল সাফারি পার্কেই এবার অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে পর্যটকদের।

বরাবরই উত্তরবঙ্গের পর্যটনে পর্যটকদের প্রিয় স্থান বেঙ্গল সাফারি পার্ক । ঘন জঙ্গল, বাহারি গাছ, রকমারি পাখি আর বিভিন্ন প্রজাতির প্রাণী । জঙ্গল সাফারি পার্ক সারা বছরই ভীড়ে ঠাসা থাকে । আট থেকে আশি প্রত্যেকের চাহিদার তালিকায় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক । এই পার্ক উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে। আর এবার সেই উত্তেজনার পারদ একমাত্রা বাড়িয়ে দিল পার্ক কর্তৃপক্ষ । পয়লা বৈশাখ থেকেই বেঙ্গল সাফারি পার্কে চালু হচ্ছে জিপ লাইন ও বার্মা ব্রিজ। শুধু তাই নয়, পরবর্তীতে চালু করা হবে স্কাই সাইক্লিন ও রক ওয়াল ক্লাইম্বিং । তার জন্য প্রায় 14 লক্ষ টাকা বরাদ্দ করেছে পার্ক কর্তৃপক্ষ ।

জিপ লাইনের দু'টো বিভাগ রয়েছে। একটি ছোট জিপ লাইন। সেটি 56 মিটার লম্বা,আরেকটি লম্বা জিপ লাইন। সেটি 76 মিটার । ইতিমধ্যে ওই দু'টির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জু অথরিটি । পাশাপাশি সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। তিনটি একসঙ্গে চড়তে হলে কম্বো প্যাকে খরচ হবে তিনশো টাকা । আর কেউ যদি একটি চড়তে চান, তবে তারও ব্যবস্থা করে রেখেছে কর্তৃপক্ষ । যে কোনও একটি চড়তে খরচ হবে একশো টাকা মাত্র। আর সমস্ত টিকিট অনলাইনে বুকিং কর‍তে পারবেন পর্যটকরা। তবে 12 বছরের উর্ধ্বে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস চড়া যাবে।

পর্যটকদের জন্য উপহার নিয়ে এল বেঙ্গল সাফারি পার্ক

আরও পড়ুন :চিকিৎসা চলাকালীন বেঙ্গল সাফারিতে মৃত এক ক্যাঙারু

অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আলাদা মাত্রা এনেদিল এই পার্কে । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে এমন পর্যটকদের জন্য ওই দু'টি স্পোর্টস চালু করা হল। আগামীতে আরও দু'টি আমাদের চালু করার কথা রয়েছে । সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । টিকিট পর্যটকরা অনলাইনেও কাটতে পারবেন । এতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details