দার্জিলিং, 12 অক্টোবর: নিজের ঘরে ডেকে নিয়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ ৷ গ্রেফতার 70 বছরের প্রতিবেশী বৃদ্ধ । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া থানা এলাকায় । ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাবাসীরা ওই অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ।
ধৃত ওই বৃদ্ধকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ফাঁসিদেওয়া থানার পুলিশ । বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন ৷ তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । এর আগেও ওই বৃদ্ধের বিরুদ্ধে একাধিকবার একই অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে । এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" যদিও গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে, আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে বুধবার দুপুর নাগাদ ওই শিশুকে নিজের ঘরে ডাকেন বৃদ্ধ । এ দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার ঠাকুমা । সেই সময় নাতনির কান্নার চিৎকার শুনতে পান তিনি । খুঁজতে খুঁজতে ওই বৃদ্ধের বাড়িতে গেলে তিনি হাতেনাতে তাঁকে ধরে ফেলেন । এমনটাই দাবি তাঁর ৷ এরপরই তিনি চিৎকার জুড়ে দেন । তাঁর চিৎকারে শুনে ছুটে আসে আশেপাশের গ্রামবাসীরা । তারা বিষয়টি জানতেই অভিযুক্ত বৃদ্ধকে বাড়ি থেকে বের করে মারধর করতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ । পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
আরও পড়ুন:প্রতিবেশী বৃদ্ধের লালসার শিকার নাবালিকা ! গ্রেফতার অভিযুক্ত
এলাকাবাসীর দাবি, ওই বৃদ্ধের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে । তখনও তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল । কিন্তু কোনও লাভ হয়নি । তবে এবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা ।