পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Electric bus in North Bengal: পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটবে ইলেকট্রিক বাস

সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটবে ইলেকট্রিক বাস (Electric bus in North Bengal)৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এ কথা জানালেন ৷

NBSTC to run Electric bus in North Bengal before Durga Puja
পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটবে ইলেকট্রিক বাস

By

Published : Jul 15, 2022, 3:21 PM IST

শিলিগুড়ি, 15 জুলাই: এ বার পুজোতে উত্তরবঙ্গবাসীদের উপহার দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (Electric bus in North Bengal)। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমের আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটতে দেখা যাবে ইলেকট্রিক বাস ।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম পুজোর আগে উত্তরবঙ্গের রাস্তায় 50টি ইলেকট্রিক বাসের পরিষেবা শুরু করতে চলেছে । ওই বাসগুলি নিগমের চারটি ডিভিশনে ভাগ করে দেওয়া হবে । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "ইলেকট্রিক বাস এলে একদিকে যেমন নিগমের খরচ কমবে তেমনই যাত্রী পরিষেবাতে অনেকটা সহায়ক হবে । পর্যটকদের জন্য আমরা বেশকিছু নতুন রুট চালু করছি । পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের সঙ্গেও নতুন পরিষেবা চালু করা হবে ।"

রাজ্য পরিবহণের অন্যতম একটি সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম । বাম আমল থেকেই এই সংস্থা ধুঁকছিল । তবে রাজ্যের ক্ষমতার পালা পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে ঘুরিয়ে দাঁড় করাতে একের পর এক পদক্ষেপ করেন । নিগম যাতে সুচারুভাবে পরিচালিত হয় সেজন্য দেওয়া হয় ভর্তুকি । প্রতি বছর ফিক্স গ্রান্টের পাশাপাশি বছরে 32 কোটি টাকা ভর্তুকি হিসেবে দিত রাজ্য সরকার । তবে ভর্তুকি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ ছিল, নিগমকে নিজস্ব আয় বাড়াতে হবে । সেকারণে নতুন পরিষেবা, অত্যাধুনিক বাস চালু করার উদ্যোগ নেয় নিগমের কর্তৃপক্ষ ।

এর আগেও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মাটিতে নামানো হয়েছিল জেএনএনইউআরএমের প্রচুর নতুন বাস । এছাড়াও পর্যটকদের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে বাস চালিয়েছে এই সংস্থা । যার ফলে বর্তমানে নিগম কিছুটা লাভের মুখে দেখছে । আবারও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং নিগমের খরচ কমিয়ে আয় বাড়াতে তৎপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম । তাই এ বার দুর্গা পুজোর আগেই উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামানো হচ্ছে ইলেকট্রিক বাস ।

আরও পড়ুন:কর্মী সংকটে ধুঁকছে এনবিএসটিসি, 250 বাস নামছে না রাস্তায়

নিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মোট 50টি বাস রাজ্য পরিবহণ দফতরের কাছে চেয়েছে নিগম । তবে আপাতত এই বাসগুলিকে নিগমের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, এই চারটি ডিভিশনে ভাগ করে ছোট ছোট রুটগুলিতে চালানো হবে । ইতিমধ্যেই বাসগুলিকে চার্জ করার জন্য বিভিন্ন ডিপোর নিয়ন্ত্রণে 12টি চার্জিং স্টেশন তৈরি করার পরিকল্পনা নিয়েছে নিগম ।

পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটবে ইলেকট্রিক বাস

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রায় 732টি বাস প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করছে । কিন্তু সংস্থাকে লাভের মুখ দেখাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে । বর্তমানে একটি বাস চালাতে প্রতি কিলোমিটার সব মিলিয়ে যে খরচ হয় ইলেকট্রিক বাস এলে সেই খরচ অনেকটাই কমবে । এতে নিগমের আয় অনেকটা বাড়বে । চলতি বছরে 15 কোটি টাকা লাভ হয়েছে নিগমের ।" জানা গিয়েছে, সেই কারণে এনবিএসটিসি আর ক্ষতির সংস্থা নেই ৷ লাভের পরিমাণ কম হলেও চলতি আর্থিক বছরে অন্তত 22 থেকে 25 কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা রেখেছে নিগম ।

ABOUT THE AUTHOR

...view details