পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Year Tourist Gift NBSTC: উত্তরবঙ্গের পর্যটকদের নতুন বছরের উপহার 'সবুজের হাতছানি' - north Bengal latest news

নতুন বছরে পর্যটকদের জন্য 'সবুজের হাতছানি' বলে একটি প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (New Year Tourist Gift NBSTC) ৷ এই প্রকল্পে 100টি বাস চালাবে নিগম ৷ একথা জানিয়েছেন, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

New Year Tourist Gift NBSTC
পর্যটকদের জন্য নতুন বছরের উপহার 'সবুজের হাতছানি'

By

Published : Dec 9, 2021, 10:05 PM IST

শিলিগুড়ি, 9 ডিসেম্বর : কোচবিহার, জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি থেকে 'সবুজের হাতছানি' পর্যটন পরিষেবা চালুর উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (New Year Tourist Gift NBSTC)। নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। বৃহস্পতিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে এনবিএসটিসির ডিপো পরিদর্শনের পর একথা জানান, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শিলিগুড়ি ডিপোর পাশাপাশি তেনজিং নোরগে বাস টার্মিনাসও পরিদর্শন করেন তিনি।

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ডিপো থেকে ভিন রাজ্য এবং জেলায় 100টি বাস চলাচল করে। কিন্তু ছোটখাটো যান্ত্রিক ত্রুটির জন্য প্রায় 18টি বাস দীর্ঘদিন ধরে বসে রয়েছে। এমনকি শিলিগুড়ি ডিপো থেকে চলাচলকারী প্রায় পাঁচটি রুটে এই সময় বাস পরিষেবা বন্ধ রয়েছে। এদিন পরিদর্শনের সময় দ্রুত বন্ধ থাকা রুটের বাস পরিষেবা চালুর পাশাপাশি যে কটি বাস বসে রয়েছে সেগুলি একমাসের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পাশাপাশি শিলিগুড়িকে কেন্দ্র করে পাহাড়, তরাই এবং ডুয়ার্সে পর্যটকদের স্বার্থে বেশকিছু নতুন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে নিগমের তরফে।

পর্যটকদের জন্য নতুন বছরের উপহার 'সবুজের হাতছানি'

আরও পড়ুন: দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর, গর্বিত সৎপালের স্ত্রী

এদিন পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, " জলপাইগুড়ি এবং কোচবিহারে 'সবুজের হাতছানি' প্রকল্পটি খুব ভাল এবং লাভজনক পরিষেবা দিচ্ছে। সেজন্য এবার শিলিগুড়ি থেকেও পাহাড়, তরাই এবং ডুয়ার্সে এই প্রকল্প আগামী মাসে চালু করা হবে। পাশাপাশি বাম আমলে ক্ষতিতে থাকা এই সংস্থা কীভাবে লাভজনক সংস্থায় পরিণত হতে পারে সেদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।" আরও জানা গিয়েছে, রাজ্য সরকার ক্ষতিতে থাকা এই সংস্থাকে প্রতিমাসে 25% ভর্তুকি দিয়ে থাকে। প্রতিমাসে এনবিএসটিসির আয় 18 কোটি টাকা হলে তা লাভজনক পরিস্থিতিতে পৌঁছবে। কিন্তু বর্তমানে এনবিএসটিসি-র মাসিক আয় 15 কোটি টাকা হচ্ছে। নতুন বছর থেকেই প্রতিমাসে আয় বাড়িয়ে 20 কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নিগম।

ABOUT THE AUTHOR

...view details