পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Landslide in National Highway : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগ

পূর্বাভাস অনুযায়ী চলছিল ভারী বৃষ্টি ৷ তার জেরেই জাতীয় সড়কে নামল ধস ৷ যান চলাচল বন্ধ থাকায় এই মুহূর্তে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন ৷

ধসের জেরে বন্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগ
ধসের জেরে বন্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগ

By

Published : Aug 12, 2021, 1:55 PM IST

Updated : Aug 12, 2021, 5:36 PM IST

দার্জিলিং, 12 অগস্ট : টানা বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে । জাতীয় সড়কে ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সঙ্গে শিলিগুড়ির । শালুগাড়া থেকে সেবক যাওয়ার পথে ধসের কবলে পড়ে একটি যাত্রীবাহী গাড়ি ৷ পাহাড় থেকে একটি বড় পাথর ওই গাড়ির উপর পড়লে চালক এবং এক যাত্রী জখম হন ৷ এরপর স্থানীয় বাসিন্দারা রিঞ্চেন তামাং ও গণেশ বর্মন নামে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই ছিল । যার জেরে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে বড়সড় ধস নামে । সেবকের করোনেশন সেতু পার করেই সেবক ও কালিঝোরার মাঝে হাতিশুঁড় এলাকায় ওই ধসের ঘটনাটি ঘটে ।

টানা বৃ্ষ্টিতে পাহাড়ে ধস

ফলে রাস্তার দু'ধারে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন, দমকল, বিপর্যয় মোকাবিলা দল, জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা । সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হলেও বিকেলের আগে তা পুরোপুরি শেষ হবে না বলে জানান জেলা প্রশাসনের আধিকারিকরা । তবে একমুখী যান চলাচল যাতে শুরু করে যানজট নিয়ন্ত্রণ করা যায় সেইদিকে জোর দেওয়া হচ্ছে বলে জানান তাঁরা ।

ধস সরানোর কাজ শুরু হয়েছে

ভারী বৃষ্টিতে ধসের ঘটনা ঘটতেই থাকে ৷ এর আগেও পাহাড়ে বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার একাধিক জায়গায় ধস নামে । আজ সকালে ধসের ফলে আটকে পরে প্রচুর সিকিমগামী যাত্রী ও মালবাহী গাড়ি । ইতিমধ্যেই দু‘টো জেসিবিকে ধস সরানোর কাজে লাগানো হয়েছে । দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "কালিঝোরার কাছে বড় ধসের ঘটনা ঘটেছে । ধস সরানোর কাজ চলছে । যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ।"

টানা বৃষ্টির জেরে ধস নামল জাতীয় সড়কে, বন্ধ যোগাযোগ

আরও পড়ুন :টানা বৃষ্টিতে ধস কালিম্পংয়ে, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

Last Updated : Aug 12, 2021, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details