দার্জিলিং, 22 এপ্রিল:দার্জিলিংয়ে এসে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । তিনি বলেন, "শিশুদের জন্য পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয় । আইনশৃঙ্খলা রাজ্যে ঠিক নেই । এটা খুব দুর্ভাগ্যজনক।" শনিবার দিল্লি থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধি দল। আর এদিন বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বিস্ফোরক মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্ক কানুনগো । সেখান থেকে সোজা সড়কপথে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধি দল । সেখানে মৃতের মায়ের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্ক কানুনগো বলেন, "এখানকার আইনশৃঙ্খলা খুবই দুর্বল । একটি বাচ্চার দেহকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না ।" তিনি জানান, মৃত নাবালিকার মা তাদের অভিযোগ জানিয়েছেন । তাঁরা সেখানে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন । উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গে একই ছবি বলে প্রিয়াঙ্ক কানুনগো মন্তব্য করেন । তাঁর কথায়, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্দেশ্য এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া । সরকারকে সংবেদনশীল হতে হবে । তবে গোটা পশ্চিমবঙ্গে শিশুদের পাশাপাশি বিশেষ করে মহিলাদের পরিস্থিতি খুবই সংকটজনক । শিশুদের জন্য পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয় বলে তিনি দাবি করেন ।