পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Morning Walk in Darjeeling : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণ মুখ্য়মন্ত্রীর (Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling) ৷ সেইসঙ্গে জনসংযোগ করলেন তিনি ৷ ম্যাল ও চৌরাস্তার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তাঁদের কোনও সমস্যা রয়েছে কিনা তাও জানতে চান মমতা (Mamata Banerjee Interacts With Locals in Darjeeling) ৷

Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling
Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling

By

Published : Mar 28, 2022, 1:30 PM IST

Updated : Mar 28, 2022, 1:53 PM IST

দার্জিলিং, 28 মার্চ : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling) ৷ সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সোমবার সকালে রিচমন্ড হিল থেকে হেঁটে দার্জিলিংয়ের ম্যাল ও চৌরাস্তায় যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে ব্যবসায়ীদের সঙ্গে করোনা পরবর্তী পরিস্থিতি ও বাজারের হালহকিকত জেনে নেন তিনি ৷ পাহাড়ে এই সময় পর্যটক ভর্তি থাকায় খুশি মমতা ৷

এদিন সকালে চৌরাস্তায় আয়োজিত তাঁর সরকারি অনুষ্ঠানের সভাস্থলও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ৷ পাহাড়ের রাস্তায় পথচলতি বিষ্ণু তামাং নামে এক বৃদ্ধার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কোমরে সমস্যা থাকায় ওই বৃদ্ধাকে বেল্ট পরার পরামর্শ দেন মমতা ৷ সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে মাপ অনুযায়ী একটি বেল্ট পৌঁছে দিতে ৷

দার্জিলিঙে জাকির হুসেন রোডে একরত্তিকে কোলে নিলেন মুখ্যমন্ত্রী

জাকির হুসেন রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা এক দম্পতির শিশুকে কোলেও নেন মুখ্যমন্ত্রী ৷ দম্পতির কাছে শিশুর নাম ও বয়স জিজ্ঞাসা করেন তিনি ৷ রাস্তায় যেতে যেতেই মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর কাছে সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা, সে কথা জিজ্ঞাসা করেন (Mamata Banerjee Interacts With Locals in Darjeeling) ৷ এ দিন মুখ্যমন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি না থাকলেও বিকেলে অনীত থাপা এবং বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ জিটিএ নির্বাচন নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অবস্থান ও সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করবেন মমতা ৷

দার্জিলিঙে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

আরও পড়ুন : Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

প্রসঙ্গত, চৌরাস্তায় মঙ্গলবার জিটিএ-এর তরফে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন হয়েছে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই সভাকে ঘিরে ইতিমধ্যে সরকারি তৎপরতা তুঙ্গে রয়েছে ৷ কাল অনুষ্ঠান মঞ্চ থেকেই পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পগুলির সুবিধা তুলে দেবেন মমতা ৷ পাশাপাশি পাহাড়ের উন্নয়নের বোর্ডগুলির আর্থিক বরাদ্দ ঘোষণা করার কথা রয়েছে তাঁর ৷

Last Updated : Mar 28, 2022, 1:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details