পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC-র প্রতিবাদে পাহাড়ে মিছিল মোর্চার - NRC প্রতিবাদে পাহাড়ে মিছিল মোর্চার

এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী 10 সেপ্টেম্বর পাহাড় সহ তরাইতে পোস্টারিং করবে যুব মোর্চা । 9 সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও SDO, BDO-দের স্মারকলিপি দেবে নারী মোর্চা । 12 সেপ্টেম্বর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করবে তারা ।

বিনয় তামাং

By

Published : Sep 4, 2019, 11:28 PM IST

Updated : Sep 4, 2019, 11:47 PM IST

শিলিগুড়ি, 4 সেপ্টেম্বর : অসমে NRC ইশুর প্রতিবাদে 12 সেপ্টেম্বর পাহাড় ও তরাই অঞ্চলে মিছিল করবে দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা । আজ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের ম্যারাথন বৈঠকের পর একথা ঘোষণা করলেন মোর্চা সভাপতি বিনয় তামাং ৷ তাঁর কথায়, "NRC-এর বিরুদ্ধে আমরা নই । কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে অসমে এটা করা হল তার প্রতিবাদ করছি আমরা ।"

এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী 10 সেপ্টেম্বর পাহাড় সহ তরাইতে পোস্টারিং করবে যুব মোর্চা । 9 সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও SDO, BDO-দের স্মারকলিপি দেবে নারী মোর্চা । 12 সেপ্টেম্বর দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করবে তারা । আজ GULF-এর সভানেত্রী ঋষিকা ছেত্রী মোর্চাতে যোগ দেন । আজ নারী মোর্চাকে ঢেলে সাজাতে আরও তিনজনকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সামিল করা হয় ।

এ বিষয়ে বিমল তামাং বলেন, "অসমে NRC-র জেরে অনেক গোর্খার নাম বাদ পড়েছে ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ৷ এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে NRC রুখতে আমাদের এই কর্মসূচি । NRC-র জেরে অসমের শোনিতপুর, বকসা সহ যে সব জায়গায় গোর্খারা বেশি ক্ষতিগ্রস্ত সেই তিন জেলায় শীঘ্রই 14 সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ নিয়ে কৌশল ঠিক করা হবে । এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ।"


নথি অনুযায়ী এখনও পর্যন্ত পাহাড়ে আন্দোলন করতে গিয়ে 1247 জনের মৃত্যু হয়েছে । তাদের এমন পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় । এছাড়াও GTA-র ডিলিমিটেশন,জমির অধিকার সহ অন্য বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হয় ।

Last Updated : Sep 4, 2019, 11:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details