দার্জিলিং, 13 নভেম্বর: শুরু হল ঘুম উৎসব (Ghum Festival) ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) তরফে এই উৎসবের আয়োজন করা হয়েছে ৷ মাসব্যাপী সাংস্কৃতিক ও বর্ণাঢ্য অনুষ্ঠান চলবে শীতকালীন ঘুম উৎসব 2022 -এ (Winter Ghum Festival 2022) ।
কাটিহার ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এসকে চৌধুরি (Divisional Railway Manager SK Chaudhary) এই উৎসবের উদ্বোধন করেন ৷ তিনি বলেন, "দার্জিলিং-এর ঘুম রেলওয়ে স্টেশনে (Ghum Railway Station) 12 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে ৷ বিভিন্ন সাংস্কৃতিক, বাদ্যযন্ত্র এবং অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । একইসঙ্গে দেশীয় খাবার-সহ বিভিন্ন স্টলও রাখা হবে উৎসবে । পর্যটক ও যাত্রীদের জন্য নাইট জয় রাইড টয় ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে । এই পরিষেবার মাধ্যমে পর্যটক এবং যাত্রীরা ট্রেন থেকে দার্জিলিং পাহাড়ের (Darjeeling hills) রাতের দৃশ্য উপভোগ করতে পারবেন ।"
ডিআরএম চৌধুরী আরও বলেন, "রেলওয়ে টয় ট্রেনে পর্যটক এবং যাত্রীদের জন্য বিভিন্ন পরিষেবা চালু করেছে । আগামী দিনগুলিতেও যাত্রী এবং পর্যটকদের জন্য রেলওয়ে আরও নতুন পরিষেবা চালু করবে ।"