দার্জিলিং, 21 নভেম্বর: ভালো খেলোয়াড় তৈরি করতে হলে 'গ্রাসরুট' বা শিকড় মজবুত করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তাঁদের দিকে হাত বাড়িয়ে দিলে তবেই তো এক দিন দেশের হয়ে পদক আনবেন তাঁরা ৷ ঠিক এমনই এক মানবিকতার নজির স্থাপন করলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ৷ দুঃস্থ তথা বিশেষভাবে সক্ষম এক খেলোয়াড়কে সাহায্য করতে নিজের শখের বাইক বিক্রি করে দিলেন তিনি।
ব্যাডমিন্টন তথা বাস্কেট বল খেলে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে দার্জিলিংয়ের বাসিন্দা অঙ্কিত প্রধান । 2015 সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় দু'টি পা মারাত্মকভাবে জখম হয় তাঁর ৷ তবে লড়াই ছাড়েননি তিনি ৷ নিত্যদিনের অভাব আর শারীরিক বাধাকে তুচ্ছ করে তিনি খেলার দুনিয়ায় জায়গা করে নিয়েছেন ৷ জাতীয় স্তরের ব্যাডমিন্টন এবং বাস্কেটবল প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছেন অঙ্কিত ৷ বাধা হয়ে দাঁড়িয়েছিল আধুনিক হুইলচেয়ার ৷
এমনিতেই তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করতে হয়েছে পরিবারকে ৷ আর তাই আধুনিক মানের হুইল চেয়ার কেনার সামর্থ পরিবারের ছিল না ৷ বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়ের খবর পান বিধায়ক নীরজ ৷ জানতে পারেন অঙ্কিতের আর্থিক প্রতিকূলতার কথাও । এরপরই তিনি উদ্যোগ নেন তাকে একটি অত্যাধুনিক হুইলচেয়ার কিনে দেওয়ার । কিন্তু তার যে দাম অনেক। বিধায়ক তহবিল থেকে সে টাকা খরচ করলেও মুশকিল ।