কার্শিয়াং, 6 জুলাই : কৃষক পরিবারের সহযোগিতায় লাঙল হাতে চাষে নামলেন বিধায়ক । এমনই দৃশ্য দেখা গেল কার্শিয়াং মহকুমার মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং গ্রামে ৷
আষাঢ়ের প্রথম সপ্তাহ কৃষকদের কাছে খুব গুরুত্বপূর্ণ । এটাই বীজ রোপণ করার আদর্শ সময় ৷ করোনার জেরে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক । ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি । এমন পরিস্থিতিতে মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং নামে একটি গ্রামে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা ।
লাঙল টানছেন বিজেপি বিধায়ক নিরজ জিম্বা দলীয় নেতৃত্ব থেকে বিধায়ক জানতে পারেন যে, বুংকুলুং গ্রামে একটি কৃষক পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা আষাঢ়ের প্রথম চারা রোপণ করতেও অক্ষম । বিষয়টি জানা মাত্রই মঙ্গলবার সকালে ওই গ্রামে হাজির হন বিধায়ক নিরজ জিম্বা । আর্থিক সাহায্য করার পাশাপাশি এই পবিত্র দিনে পরিবারের স্বার্থে লাঙল হাতে চাষ করতে নেমে পড়েন তিনি ।
মাটি কর্ষণ করছেন ও ধানের চারা রোপণ করছেন বিধায়ক আরও পড়ুন :পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ
বিধায়কের এই কাজ প্রশংসিত হয়েছে সমাজের সকল স্তরে । বিধায়ক নিরজ জিম্বা জানান, করোনা আবহে পাহাড়ের মানুষ অনেক কষ্টে রয়েছে । এই সময় সবরকম ভাবে তাঁদের পাশে থাকার চেষ্টা করছি ।
কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে জমিতে বিধায়ক