বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের দার্জিলিং, 11 জানুয়ারি: 'ভূমিপুত্র' প্রসঙ্গ টেনে ফের বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । এ বারও যদি দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি বহিরাগত কারওকে প্রার্থী করে, তবে সেই প্রার্থীর বিরুদ্ধে তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক । আর তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে ।
বৃহস্পতিবার বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অভিযোগ করে বলেন, "আমরা 25 বছর পাহাড় থেকে বহিরাগত প্রার্থীকে জয়ী করেছি । প্রথমে কংগ্রেস । তারপর বিজেপি । কিন্তু কেউই পাহাড়ের সমস্যার নিয়ে কাজ করছেন না । জয়ী হওয়ার পর তাঁরা নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছেন । আশ্বাস ভুলে যাচ্ছেন । এটা হতে পারে না । দার্জিলিং কোনও ফুটবল মাঠ নয়, যে কেউ এসে খেলে যাবে আর আমরা দর্শকের মতো দেখব ৷ এ বার যদি পাহাড়ের থেকে পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী করা হয়, তবে আমি তাঁকে জয়ী করার আপ্রাণ চেষ্টা করব । কিন্তু ফের যদি বহিরাগত কারওকে প্রার্থী করা হয়, তবে আমি দলে থেকেই তাঁর বিরুদ্ধে মনোনয়ন দেব ।"
তিনি আরও বলেন, "বাইরে থেকে কেউ এসে এখানে বাড়ি কিনলেই তিনি পাহাড়ের মানুষ হন না । তাঁকে পাহাড় জানতে হবে, পাহাড়বাসীর আবেগ বুঝতে হবে ।"
প্রসঙ্গত, পাহাড়ে 25 বছর ধরেই দার্জিলিং লোকসভা আসন জাতীয় স্তরের রাজনৈতিক দলের দখলে রয়েছে । প্রথমে কংগ্রেস, তারপর গত 15 বছরে যশবন্ত সিনহার পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তারপর বর্তমানে সাংসদ রয়েছেন রাজু বিস্তা । সামনেই লোকসভা নির্বাচন । তার আগে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার এহেন বেসুরো হওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির । বরাবরই বাংলার রাজনীতিতে শৈলরানি আলোচনার শীর্ষে থাকে । 2017 সালের গোর্খাল্যান্ড আন্দোলনের পরেও বিজেপি ওই আসনে জয়লাভ করতে সমর্থ হয় । পিছন থেকে বিজেপিকে সমর্থন দিয়েছিল জিএনএলএফ ও মোর্চা । কিন্তু এ বার পাহাড়ের সমীকরণ পুরো আলাদা । পাহাড়বাসীর পৃথক রাজ্যের দাবির পাশাপাশি রয়েছে ষষ্ঠ তপসিলি জাতির স্বীকৃতির দাবি । এছাড়াও স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিও বহুদিনের । আশ্বাস দিলেও দাবি এখনও পুরণ হয়নি । এখন দেখার লোকসভা নির্বাচনের আগে নতুন কী সমীকরণ তৈরি হয় ।
আরও পড়ুন:
- পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার
- লক্ষ্য পাহাড় দখল, পঞ্চায়েতে তৃণমূল ও অনিত থাপার বিরুদ্ধে আট দলের মহাজোট
- গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড় জ্বলতে দেবেন না, গোর্খা-সহ বিরোধীদের হুঁশিয়ারি অনিত থাপার