শিলিগুড়ি, 21 মার্চ: দূরত্ব কমতে চলেছে দুই বাংলার । বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে এ বার এক হতে চলেছে এপার বাংলা ও ওপার বাংলা । মিতালি এক্সপ্রেসের (Mitali Express) হাত ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ঢাকার মধ্যে যোগাযোগ ফের শুরু হতে চলেছে । সব ঠিকঠাক থাকলে 26 মার্চ থেকেই চালু হবে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস ।
ইতিমধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বিশদে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রক (Mitali Express to begin operations on Dhaka-Siliguri route)। যেখানে জানানো হয়েছে চলতি মাসেই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথ চলা শুরু করবে । নির্দেশিকায় ট্রেনের সফরসূচি এবং ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরা । এর ফলে পর্যটনে জোয়ার আসবে বলে আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা ।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ঢাকার মধ্যে যোগাযোগ স্থাপনে এনজেপি পর্যন্ত রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার (Mitali Express to begin operations on 26th March)। গত বছরই ওই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সঙ্গে করোনা পরিস্থিতি থাকায় সেই প্রক্রিয়া থমকে যায় । অবশেষে করোনার সংক্রমণ কম হতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দুই দেশের সরকার । যদিও ভারতের রেল মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সে রকম কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রচুর বাংলাদেশি প্রতি বছরই ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আসেন । এর আগে ভারত-বাংলাদেশের মধ্যে দু‘টি ট্রেন চালু হয়েছে । একটি মৈত্রী এবং অন্যটি বন্ধন এক্সপ্রেস । মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী প্রথম ট্রেনটি মিতালি এক্সপ্রেস সফল হবে বলে আশায় দুই দেশের মানুষ ।
আরও পড়ুন:15 এপ্রিল পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত