পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফাঁসিদেওয়া সীমান্তে কাঁটাতার কাটল দুষ্কৃতীরা, সতর্ক BSF - India

শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা ৷ যদিও ঘটনার পরই তা মেরামত করে দেওয়া হয় ৷ ঘটনাটি অনুপ্রবেশ না কি চোরাচালানের তা খতিয়ে দেখা হবে ৷

সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা

By

Published : Oct 24, 2019, 1:10 PM IST

শিলিগুড়ি, 24 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা ৷ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় সীমান্তের লালদাস জোতে ঘটনাটি ঘটেছে ৷ এলাকায় কাঁটাতার কাটা দেখে স্থানীয়রা BSF-কে খবর দেয় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মেরামত করে দেওয়া হয় ৷

চাষের কাজে ওই এলাকায় গিয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেখানে যেতেই তাঁদের নজরে পড়ে সীমান্তের কাঁটাতার কেটে ফেলা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন BSF-কে ৷

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা রায় বলেন, "আমি শুনেছি ওই এলাকায় কেউ বা কারা কাঁটাতারের বেড়া কেটেছে ৷ রাতের অন্ধকারে এসব হয়ে থাকতে পারে ৷ ঘটনাটি পুলিশ ও BSF খতিয়ে দেখুক ৷" ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি BSF-র আধিকারিকরা ৷ তবে, এলাকায় জওয়ানদের টহল বাড়ানো হয়েছে ৷

পুলিশ প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, এই ধরনের ঘটনা শোনা গিয়েছে ৷ তবে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ তবে, ঘটনাটি অনুপ্রবেশ না কি চোরাচালানকে কেন্দ্র করে তা খতিয়ে দেখা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details