পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP করায় মারধর, অভিযুক্ত তৃণমূল - siliguri

BJP-র বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

BJP booth preisdent

By

Published : Mar 22, 2019, 11:35 AM IST

শিলিগুড়ি, ২২ মার্চ : শিলিগুড়ির কাছে ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। আহত বুথ সভাপতির নাম শিবশংকর দাস। এই ঘটনায় তৃণমূলের হাত আছে বলে অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের।

শিবশংকর দাস বলেন, "দিনভর দোলযাত্রা উপলক্ষ্যে প্রচার ও জনসংযোগ সেরে বাড়ি ফিরতেই রাতে কয়েকজন এসে বলেন তুই BJP করিস? হ্যাঁ বলতেই আমায় মারতে শুরু করে। বলতে থাকে তোর রক্ত দিয়েই হোলি খেলব। পরে আমার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে ওরা চলে যায়। ঘটনাটি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি। "

এই ঘটনায় স্থানীয় BJP নেত্রী শিখা চ্যাটার্জি বলেন, "বুথে বুথে কর্মীদের ভয় দেখাতেই এইসব করা হচ্ছে।"

এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ABOUT THE AUTHOR

...view details