দার্জিলিং, 29 অগস্ট:মাটিগাড়ার পর এবার নকশালবাড়ি ৷ 17 বছরের এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি ব্লকে। ওই নাবালিকাকে বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে মুখ চেপে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে নকশালবাড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে । যদিও এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে নকশালবাড়ি থানা ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি । এদিকে ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে তাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
জানা গিয়েছে, নকশালবাড়ি ব্লকের আদিবাসী ওই নাবালিকার বাবা-মা বছরখানেক আগেই মারা গিয়েছেন । নাবালিকা চা-বাগানে শ্রমিকের কাজ করে দিনযাপন করে। সোমবার রাতে ওই নাবালিকা পাড়ারই এক বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল। অভিযোগ, সেই সময় বাঁশঝাড় থেকে আচমকা বেরিয়ে আসে অভিযুক্ত । পিছন থেকে নাবালিকার মুখ চেপে বাঁশঝাড়ের আড়ালে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।