পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগাম সতর্কতা, সোয়াব টেস্ট করাতে আগ্রহী মন্ত্রী গৌতম দেব

স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীদের সোয়াব টেস্টের ব্যবস্থা করাতে স্বাস্থ্য বিভাগের কর্তাদের কাছে অনুরোধ করেন মন্ত্রী গৌতম দেব।

গৌতম দেব
গৌতম দেব

By

Published : May 21, 2020, 4:49 PM IST

শিলিগুড়ি, 21 মে: আগাম সতর্কতা হিসেবে নিজের সোয়াব টেস্ট করাতে চান রাজ্যের মন্ত্রী গৌতম দেব । আজ তিনি এই নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কাছে স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের সোয়াব টেস্ট করাতে অনুরোধ করেন তিনি ।

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের সোয়াব টেস্টের ব্যবস্থা করতে প্রশাসনিক কর্তাদের ফোন করেন তিনি । কথা প্রসঙ্গে জানান, তিনি নিজেও এই টেস্ট করতে আগ্রহী । মন্ত্রী বলেন, "স্বাস্থ্যবিধি মেনেই চলছি । সুস্থ আছি । অযথা ভিড়ের মধ্যে যাচ্ছি না । তবে কিছু প্রশাসনিক বৈঠক করতে হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করছি ।"


কোরোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, "কোরোনা বাড়ছে । এ নিয়ে সচেতন থাকতে হবে সকলকেই । মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । মানতে হবে সামাজিক দূরত্ব । সকলেই স্বাস্থ্যবিধি মানুন এটাই চাইছি । স্বাস্থ্য দপ্তর ভালো কাজ করছে । কোরোনা আক্রান্ত অনেকেই সুস্থ হচ্ছেন । রেগুলেটেড মার্কেটে যাঁরা যাচ্ছেন তাঁদের স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছি ।"

একইসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর সমালোচনা শোনা যায় তাঁর মুখে । তাঁর উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রশাসক পদে বসে রাজনীতি নয়, কাজ করুন । প্রাক বর্ষায় শহরের ড্রেন সংস্কারের কাজ হচ্ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details