শিলিগুড়ি, ৩০ মার্চ : দার্জিলিঙে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি চক্রবর্তী। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা।
এদিকে, এই কেন্দ্রে BJP প্রার্থী রাজু সিং বিস্তের হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসপ্রার্থীর হয়ে রাহুল গান্ধি প্রচারে আসবেন। বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের হয়ে প্রচার করবেন সূর্যকান্ত মিশ্র।
পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসও। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করবেন টলিউড তারকা তথা দলের যাদবপুর আসনের প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব জানান, চোপড়া, শিলিগুড়ি ও পাহাড়ে তিনটি জনসভা হবে। তিনি বলেন, "আমাদের প্রার্থী নিয়ম করে প্রচার চালাচ্ছেন। আজ মাটিগাড়ায় প্রচারের পর আগামীকাল নকশালবাড়ি ব্লকে প্রচার করবেন। ১ ও ২ এপ্রিল চোপড়ায় প্রচার করে ৩ তারিখ ফাঁসিদেওয়া হয়ে শিলিগুড়িতে প্রচার সারবেন। এছাড়াও লক্ষীরতন শুক্লা, অরূপ বিশ্বাস সহ বিভিন্ন হেভিওয়েট নেতা প্রচারে আসবেন।"