শিলিগুড়ি, 18 জুলাই : সেনা ও নৌসেনা কর্তারা সেবকে পৌঁছালেও, তিস্তায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারের কাজ আজও শুরু করা গেল না । এলাকায় সমীক্ষা চালিয়ে কী কী যন্ত্রপাতি প্রয়োজন তার তালিকা তৈরির পর তা বিশাখাপটনম থেকে আনা হবে । তারপরই শুরু করা হবে অভিযান ।
তিস্তায় নামল নৌসেনা, পরিস্থিতি নিয়ে খোঁজ মুখ্যমন্ত্রীর
গতকাল ফের সেবকে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী ।
এদিকে গতকাল ফের সেবকে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । জলের স্রোত বেশি রয়েছে । তিস্তায় জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের চাপ বেশি থাকায় তা লকগেট আটকাতে পারছে না । ফলে, এত জলের মাঝে উদ্ধার অভিযানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন । তা বিশাখাপটনম থেকে আনাতে হবে । সেই তালিকা তৈরি করে সেনা ও নৌসেনা কর্তারা দিল্লিতে তালিকা পাঠাবেন । সেখান থেকে অনুমতি নিয়ে যন্ত্রাংশ আনিয়ে উদ্ধার অভিযান শুরু হবে ।
গত 10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের একটি গাড়ি । পুলিশ জানিয়েছিল, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গর্গ ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রাই । তিনি শিলিগুড়ির বাসিন্দা । তবে নিখোঁজ পর্যটকদের পরিজনদের দাবি ছিল, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে । এই পরিস্থিতিতে গত শুক্রবার গজলডোবার তিস্তা ক্যানালে আমন গর্গের দেহ উদ্ধার করা হয়েছিল ।