শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : দু'দিন মিড ডে মিল বন্ধ থাকায় প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভক্তিনগর থানার পুলিশ । শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী স্কুলের ঘটনা ।
পড়ুয়াদের অভিযোগ, রান্নার গ্যাস নেই এই অজুহাতে গত দু'দিন ধরে মিড ডে মিল বন্ধ করে রেখেছে স্কুল কর্তৃপক্ষ । এর প্রতিবাদে আজ ক্লাস ইলেভেন ও টুয়েলভের পড়ুয়ারা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । এখানেই শেষ নয়, এরপর তারা প্রধান শিক্ষককে ঘেরাও করে । খবর পেয়ে স্কুলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ । পুলিশি আশ্বাসে ঘেরাও উঠে যায় ।
ক্লাস টুইলভের এক ছাত্রী বলে, ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত মিড ডে মিল দেওয়ার কথা । কিন্তু, স্কুলে মিড ডে মিল বন্ধের অনিয়ম মাঝে-মধ্যেই হয়ে থাকে । এর আগেও টানা একমাস মিড ডে মিল বন্ধ ছিল । এবার ফের দু'দিন ধরে বন্ধ মিড-ডে-মিল । স্কুলে এই অব্যবস্থা চলতে পারে না ।"
প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী বলেন, "কয়েকমাস আগেই স্কুলের পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়ে গেছে । সভাপতিও নেই । তাই রান্নার গ্যাস কেনার জন্য চেকে সই হচ্ছে না । এর জেরে সমস্যা দেখা দিয়েছে । এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । সমাধান না মেলায় মিড ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে সমস্যার সমাধান হলে শনিবার থেকেই মিড ডে মিল চালু করা হবে । না হলে আমাদের কিছু করার নেই ।"