দার্জিলিং, 2 এপ্রিল : উত্তরবঙ্গে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে ডাকা ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে গেল শনিবার ৷ এদিন শিলিগুড়ির দাগাপুরের শ্রমিক ভবন এই ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যের তরফে যোগ দেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷ বৈঠকে (meeting on minimum wages of tea garden workers) চা বাগানগুলির মালিক পক্ষের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । যদিও এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি এদিন ৷ শ্রমিকদের দাবি মতো মজুরি দিতে নারাজ মালিকপক্ষ ৷
শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, "এই বিষয়ে ঐকমত্য হয়নি । আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হবে । আর আলোচনার মাধ্যমেই সেই পরিবেশ তৈরি হবে । কলকাতায় ফিরে গিয়ে বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাব, তারপর আলোচনা করে আবার পরবর্তী বৈঠকের দিন ঠিক করা হবে । আশা করি আগামী দিনে, এই সমস্যার সমাধান হয়ে যাবে । কেননা এদিনের বৈঠকে সব পক্ষই সর্বাত্মক সহযোগিতা করেছে ।" শ্রমমন্ত্রী একথা বললেও শ্রমিক সংগঠনগুলি কিন্তু মালিক পক্ষের বিরুদ্ধে অনমনীয় মনোভাবের অভিযোগ তুলেছে । এদিনের বৈঠক নিষ্ফলা হওয়াতে শ্রমিক সংগঠনগুলি আন্দোলনের হুমকি দিয়েছে ।