পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বাম-কংগ্রেস বৈঠক, "ইঞ্চিতে ইঞ্চিতে" লড়াইয়ের প্রস্তুতি

অশোক ভট্টাচার্যের "শিলিগুড়ি মডেল"-কে সামনে রেখে ফের একবার নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে বাম ও কংগ্রেস ।

Siliguri news
শিলিগুড়িতে বাম-কংগ্রেস বৈঠকের ছবি

By

Published : Dec 25, 2020, 10:00 PM IST

শিলিগুড়ি, 25 ডিসেম্বর : তৃণমূল এবং বিজেপিকে রুখতে শিলিগুড়ি মডেলকে হাতিয়ার করে এবারও ইঞ্চিতে ইঞ্চিতে নির্বাচনী লড়াইয়ে নামতে চায় বাম ও কংগ্রেস । শুক্রবার শিলিগুড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট নিয়ে বৈঠক করে সিপিআইএম এবং কংগ্রেস শিবির । দার্জিলিং জেলা সিপিআইএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এই বৈঠক হয় । আর বৈঠকের পরই ওই সিদ্ধান্তের কথা জানায় জোট নেতৃত্ব । বৈঠকে ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শংকর মালাকার, জেলা সম্পাদক সুবিন ভৌমিক সহ অন্যরা ।

নির্বাচনকে কেন্দ্র করে জোটবদ্ধভাবেই একগুচ্ছ কর্মসূচি এবং নির্বাচনী রণকৌশল ঠিক করেন তাঁরা । এর আগেও অবশ্য আসন সমঝোতা করে শিলিগুড়ি পৌরনিগম এবং মহকুমা পরিষদ দখল করেছিল সিপিআইএম ও কংগ্রেস । এবারও জোটের জট কাটিয়ে আগেভাগে নির্বাচন প্রস্তুতি শুরু করে দিল বাম ও কংগ্রেস ।

অশোক ভট্টাচার্য বলেন, "আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই । এর আগেও আমরা জোট করে ওই দুই দলকে পরাজিত করেছি । এইবারও সেই লক্ষ্য নিয়েই আমরা ময়দানে নামছি । এদিনের বৈঠকে জোট নিয়ে আলোচনা হয়েছে । বুথ কমিটি এবং নির্বাচনী কমিটিও জোট করে করা হবে । ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব ।"

আরও পড়ুন : বাম-কংগ্রেস জোটে সম্মতি কংগ্রেস হাইকমান্ডের

শংকর মালাকার বলেন, "এদিন সিপিআইএমের সঙ্গে বৈঠক হয়েছে । পরবর্তীতে বামফন্টের শরিক দলগুলির সঙ্গেও বৈঠক হবে । নিজেরাও বৈঠক করে দলের কর্মীদের প্রত্যেক কর্মসূচিতে একে অপরকে সমর্থন করে যোগ দেওয়ার জন্য বলব।"

30 ডিসেম্বর অবিলম্বে বিধানসভা এবং পৌরনিগম নির্বাচন করার জন্য জেলাশাসককে স্মারকলিপি দেবে বাম-কংগ্রেস জোট । বিগত বিধানসভা এবং পৌরনিগম সহ মহকুমা পরিষদ নির্বাচনে আসন সমঝোতা করে লড়াই করেছিল বাম-কংগ্রেস । বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে মাটিগাড়া -নকশালবাড়ি এবং ফাসিদেওয়া-খড়িবাড়ি বিধানসভা কেন্দ্র দখল করে কংগ্রেস । পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা এবং কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ি পৌরনিগম এবং মহকুমা পরিষদের ক্ষমতায় আসে বামেরা । এইবারও সেই একই ছকে নির্বাচনে লড়াই করবে জোট শিবির ।

ABOUT THE AUTHOR

...view details