দার্জিলিং, 30 মার্চ:জি-20 গোষ্ঠীর বৈঠকের জন্য প্রস্তুত শৈলশহর দার্জিলিং । শৈলরানির পাশাপাশি এই বৈঠক আয়োজিত হবে কার্শিয়াং ও শিলিগুড়িতেও ৷ উত্তরবঙ্গের এই শহরগুলিতে আগামী 1 এপ্রিল থেকে 4 এপ্রিল জি-20 গোষ্ঠীর পর্যটন সংক্রান্ত বৈঠক বসছে ৷ এই বৈঠকগুলিতে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিদের জন্য একাধিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, রাজ্য সরকার, জিটিএ এবং জেলা প্রশাসনের তরফে ।
এই সম্মেলনে মূলত পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে । ভারত করোনা পরবর্তী পরিস্থিতি মোটের উপর সামলে উঠতে পারলেও অনেক দেশ এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি । আর জি-20 বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি করোনা পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা ৷ গত 7 ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছের রণে পর্যটন সংক্রান্ত জি-20 বৈঠকের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে । দ্বিতীয়টি আয়োজিত হচ্ছে এরাজ্যের দার্জিলিং জেলায় । আন্তর্জাতিক সীমান্ত ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণে দার্জিলিং জেলা ও শিলিগুড়িকে বেছে নিয়েছে কেন্দ্র সরকার । এই সংক্রান্ত আলোচনাসভার তৃতীয় পর্ব আয়োজিত হবে উত্তর ভারতে এবং চতুর্থটি হবে গোয়াতে।
দার্জিলিংয়ে আয়োজিত এই সম্মেলনে এই প্রথম জি-20 গোষ্ঠীর সদস্য ব্রিটেন, মেক্সিকো, কানাডা, জার্মানি, জাপান, ব্রাজিল-সহ মোট 10টি দেশের রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন । পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রতিনিধিরাও । ইতিমধ্যে এই সম্মেলনকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলে সমস্তরকম পরিকাঠামোগত উন্নয়ন করেছে রাজ্য সরকার ।