দার্জিলিং, 27 জানুয়ারি: করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার ভারত-নেপাল সীমান্তে বিশেষ মেডিকেল ক্যাম্প চালু করল স্বাস্থ্য দপ্তর ৷ নেপাল থেকে প্রতিদিন নানা কাজে প্রচুর মানুষ ভারতে আসে । সীমান্তের ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৷
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস ৷ করোনার প্রকোপে চিনে এখনও পর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে ৷ চিন ফেরত নেপালের এক ছাত্রের দেহে করোনা ভাইরাস মিলেছে । তারপরই ভারত-নেপাল সীমান্তে তিনটি বিশেষ ক্যাম্প চালু করেছে রাজ্য সরকার ৷ উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তে পশুপতি, গলগলিয়া ও পানিট্যাঙ্কি এলাকায় ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৷