পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার প্রকোপ ঠেকাতে উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তে মেডিকেল ক্যাম্প - West Bengal health department

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস ৷ করোনার প্রকোপে চিনে এখনও পর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে ৷ চিন ফেরত নেপালের এক ছাত্রের দেহে করোনা ভাইরাস মিলেছে । তারপরই ভারত-নেপাল সীমান্তে তিনটি বিশেষ ক্যাম্প চালু করেছে রাজ্য সরকার ৷ উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তে পশুপতি, গলগলিয়া ও পানিট্যাঙ্কি এলাকায় ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৷

Medical camp at Indo-Nepal border for Corona by WB health department
করোনার জন্য ভারত-নেপাল সীমান্তে বিশেষ ক্যাম্প

By

Published : Jan 27, 2020, 8:13 PM IST

দার্জিলিং, 27 জানুয়ারি: করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার ভারত-নেপাল সীমান্তে বিশেষ মেডিকেল ক্যাম্প চালু করল স্বাস্থ্য দপ্তর ৷ নেপাল থেকে প্রতিদিন নানা কাজে প্রচুর মানুষ ভারতে আসে । সীমান্তের ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৷


বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস ৷ করোনার প্রকোপে চিনে এখনও পর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে ৷ চিন ফেরত নেপালের এক ছাত্রের দেহে করোনা ভাইরাস মিলেছে । তারপরই ভারত-নেপাল সীমান্তে তিনটি বিশেষ ক্যাম্প চালু করেছে রাজ্য সরকার ৷ উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তে পশুপতি, গলগলিয়া ও পানিট্যাঙ্কি এলাকায় ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৷

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় প্রাথমিকভাবে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছ’টি বেড প্রস্তুত রাখা হয়েছে ৷ তবে এখনও করোনা আক্রান্ত কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, ভারত-নেপাল সীমান্ত এলাকায় তিনটি ক্যাম্প করা হয়েছে ৷ নেপাল থেকে আগত লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ৷

করোনায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটার হাসপাতালে ভরতি চিনা যুবতি

ABOUT THE AUTHOR

...view details