পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Selim slams BJP : "বিজেপির প্রতীক পদ্মফুল নয়, বুলডোজার", জাহাঙ্গিরপুরী নিয়ে কটাক্ষ সেলিমের - Selim slams BJP

কার্শিয়াংয়ের গোর্খা দুঃখ নিবারণী কমিউনিটি হলে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মহম্মদ সেলিম । সেখানেই জাহাঙ্গিরপুরীর ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক (Md Selim slams BJP) ।

Md Selim
জাহাঙ্গিরপুরী নিয়ে কটাক্ষ সেলিমের

By

Published : Apr 24, 2022, 7:32 PM IST

দার্জিলিং, 24 এপ্রিল :"বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল নয় । এখন ওদের দলীয় প্রতীক বুলডোজার ।" রবিবার দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনা নিয়ে এভাবেই বিজেপিকে ঠুকলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন সকালে কার্শিয়াংয়ের গোর্খা দুঃখ নিবারণী কমিউনিটি হলে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য সম্পাদক (Md Selim slams BJP) ।

রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর প্রতিটি জেলায় সফরে বেরিয়েছেন সেলিম । প্রতিটি জেলায় গিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি । এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহাঙ্গিরপুরী নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএমের নবনির্বাচিত রাজ্য সম্পাদক । মহম্মদ সেলিম বলেন, "যে দল ক্ষমতায় এসেছে তারা পদ্মফুল দেখাচ্ছে । ফুল দেখিয়ে জনতাকে ফুল মানে বোকা বানাচ্ছে ৷ এখন বিজেপির প্রতীক বুলডোজার । বুলডোজার ধ্বংসের প্রতীক । বলেছিল, আচ্ছে দিন আনবে ৷ কিন্তু তা আসেনি । সারা দেশজুড়ে প্রতিবাদ হবে । 26 তারিখ কলকাতায়, 28 তারিখ দিল্লিতে প্রতিবাদ হবে । কারও বাড়ি ভেঙে কেউ খুশি হতে পারে না । ধ্বংসাবশেষের নীচে দেশের সংবিধান চাপা পড়ে আছে ।"

আরও পড়ুন : "প্রাক্তন বিজেপি নেতাদের জয়", উপনির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ সেলিমের

এরপরই জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন) নিয়ে মুখ খোলেন তিনি । এদিন সরাসরি রাজ্যভাগের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেলিম । তিনি মূলত সাংবিধানিক স্বীকৃতি মেনে সর্বোচ্চ স্বায়ত্তশাসিত অঞ্চলের পক্ষে আওয়াজ তোলেন । মহম্মদ সেলিম বলেন, "আমি স্বায়ত্তশাসিত অঞ্চলের পক্ষে । স্বায়ত্তশাসিত কোনও সংস্থা নয় । সেটা জনসাধারণের । জিটিএ নির্বাচন হয়নি । সংবিধানে তার সমাধান রয়েছে । মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের কথার কী দাম আছে ? জিটিএ ফেল করেছে । এক অথরিটিকে সরিয়ে আরেক অথরিটি আসছে । সেই অথরিটির ক্ষমতায় আসছে আরেকজনকে সরিয়ে । এটা সমাধান নয় । কেন্দ্র ও রাজ্য স্বায়ত্তশাসিত অঞ্চল চায় না । তারা ক্ষমতায় থাকতে চায় । সেটা কালীঘাটে থাকুক বা নাগপুরে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details