শিলিগুড়ি, 19 নভেম্বর: "সমস্ত দুর্বৃত্তদের নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছে (md salim slams tmc)। আর দূর্নীতি করার জন্য স্বচ্ছ ভাবমূর্তির কিছু মানুষকে সামনে রেখেছেন। আসলে আরএসএসের টাকাতেই কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে।" শনিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের তরফে আয়োজিত একটি জনসভায় কেন্দ্র ও রাজ্যকে এমনভাবেই আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
2024-এ লোকসভা নির্বাচন ৷ 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এদিন জনসভার ডাক দিয়েছিল সিপিএম। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার প্রমুখ। এদিনের জনসভার খোলা মঞ্চ থেকে মহম্মদ সেলিম বলেন, "তৃণমূলের নেতারা দূর্নীতি করবে সেটা জানত। সেজন্যই তারা কিছু ভালোমানুষ দলে রেখেছে। সেজন্য আমার বিনীত নিবেদন এখনও তৃণমূল কংগ্রেসে যারা ভালো, স্বচ্ছ মানুষ রয়েছে তারা বেরিয়ে যান। তাহলেই আমরা বলতে পারবো ওয়ান-টু-থ্রি-ফোর, তৃণমূলে সব চোর। অন্যান্য দল যতো দুর্বৃত্তদের বার করেছে তারা সব তৃণমূলে গিয়ে জড়ো হয়েছে।"