শিলিগুড়ি, 19 নভেম্বর : শিলিগুড়ির ডাবগ্রামের সূর্যনগর মাঠে 17 নভেম্বর একটি সাংস্কৃতিক অনু্ষ্ঠান হয় । একটি মদ প্রস্তুতকারক সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল । ওই সংস্থাকে অনুমতি দিয়েছিল শিলিগুড়ি পৌরনিগম । অনুষ্ঠান শেষে মাঠ পরিষ্কার না করেই চলে গেছেন উদ্যোক্তরা । মাঠে পড়ে রয়েছে জঞ্জাল । ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । ক্ষুব্ধ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রও । তিনি বলেন, আগামীদিনে এই ধরনের অনুষ্ঠানের জন্য এদের আর এই মাঠ দেওয়া হবে না ।
অনুষ্ঠান শেষে মাঠ পরিষ্কার করেনি মদ প্রস্তুতকারক সংস্থা , ক্ষুব্ধ মেয়র - অনুষ্ঠান শেষে মাঠ পরিস্কার করেনি মদ প্রস্তুতকারক সংস্থা
17 নভেম্বর একটি মদ প্রস্তুতকারক সংস্থা ডাবগ্রামের সূর্যনগর মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠান করেন প্রখ্যাত গায়ক অনুপম রায় ও গায়িকা সুনিধি চৌহান । প্রায় দশ হাজার মানুষ অনুষ্ঠান দেখতে মাঠে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা চলে গেছেন । অভিযোগ উঠেছে তাঁরা মাঠ সাফাই করেননি ।
17 নভেম্বর একটি মদ প্রস্তুতকারক সংস্থা ডাবগ্রামের সূর্যনগর মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠান করেন প্রখ্যাত গায়ক অনুপম রায় ও গায়িকা সুনিধি চৌহান । প্রায় দশ হাজার মানুষ সেই অনুষ্ঠান দেখতে মাঠে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা চলে গেছেন । অভিযোগ উঠেছে তাঁরা মাঠ সাফাই করেননি ।
সূর্যনগর মাঠে প্রতিদিন বহুমানুষ প্রাতঃভ্রমণ করেন । স্থানীয় যুবক-কিশোররা নিয়মিত খেলাধুলো করেন । জঞ্জাল ঢেকে থাকায় সেসব আপাতত বন্ধ । ক্ষুব্ধ মেয়র অশোক ভট্টাচার্য বলেন , " আমরা মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছিলাম । ওরা ভাড়াও দিয়েছিল । কিন্তু এখন দেখছি যা ভাড়া পেয়েছি তার চেয়ে বেশি অর্থ খরচ করে মাঠ সাফাই করতে হবে । ভবিষ্যতে এই সংস্থাকে তো মাঠ ব্যবহারের অনুমতি দেওয়াই হবে না । এছাড়াও আর কাউকে ওই মাঠ ব্যবহার করতে দেব কি না তা ভাবতে হবে । "