শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি:21 ফেব্রুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা (CM Mamata Banerjee Meeting in Siliguri) । সেই সভা থেকে সরকারি প্রকল্প ও সামাজিক সুরক্ষা প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী । আর মমতার সভাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে রয়েছে পুলিশ প্রশাসনের তরফে । কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ । শনিবার সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী-সহ অন্যান্যরা ।
শহরের প্রাণকেন্দ্রে মুখ্যমন্ত্রীর সভা হওয়ায় ওই দিন শিলিগুড়িতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । যদিও এদিন মুখ্যমন্ত্রীর সভা নিয়ে সেরকম কিছু বলতে চাননি মেয়র । গৌতম দেব (Mayor Goutam Deb) বলেন, "মুখ্যমন্ত্রীর সভা । সরকারি অনুষ্ঠান । সেটাই খতিয়ে দেখলাম । দিদি কী বার্তা দেয় সেদিকে নজর থাকবে ।" জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা-সহ অন্যান্যরা ।