শিলিগুড়ি, 2 এপ্রিল : মেয়র রিলিফ ফান্ডে আজ নিজের বিধায়ক ভাতা ইত্যাদি থেকে পাওয়া এক লক্ষ টাকা দান করলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তিনি জানান, বহু মানুষ এই মেয়র রিলিফ ফান্ডে সাহায্য দিচ্ছেন । আমরা তা দিয়ে নানা প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি ।
পৌরকর্মীদের জন্য PPE পোশাক কিনতে চান অশোক
শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য নিজের বিধায়ক ভাতা থেকে পাওয়া এক লক্ষ টাকা দান করে বলেন, ‘‘দেরিতে হলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিছু PPE কিট, মাস্ক ইত্যাদি এসেছে । আমরাও কিছু মাস্ক, স্যানিটাইজার মেডিকেল কলেজ হাসপাতাল ও পৌরকর্মীদের দেব ।’’
আজ শিলিগুড়িতে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের পৌরনিগমের স্বাস্থ্য কর্মীরা কোথাও জ্বরে আক্রান্তের খোঁজ পেলে সেখানে যাচ্ছেন । তাঁদের সুরক্ষার জন্য আমরা চিন্তিত । তাই কিছু PPE পোশাক আমরা কিনতে চাইছি । এক্ষেত্রে সেগুলি পৌরনিগমের স্বাস্থ্য কর্মীরা ব্যবহার করবেন ।’’
মেয়র বলেন, ‘‘দেরিতে হলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিছু PPE কিট, মাস্ক ইত্যাদি এসেছে । এটা ভালো দিক । খামতি দূর করে কাজ এগোতে হবে । আমরাও কিছু মাস্ক, স্যানিটাইজার মেডিকেল কলেজ হাসপাতালে দেব । আপাতত সাফাই কর্মীদের টিম পাঠাচ্ছি সেখানে । সকলে মিলে কোরোনাকে পরাজিত করব আমরা ।’’
TAGGED:
মেয়র অশোক ভট্টাচার্য