পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankar: আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের - রাজনৈতিক ভৃত্য

আমলাতন্ত্রের কাজে অস্বচ্ছতা এবং প্রশাসনিক কাজে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ দু’সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং অন্য সব প্রশাসনিক আমলাদের ভূমিকার সমালোচনা করেন তিনি ৷

Maximum Government Administrators Became Political Servant says Governor Jagdeep Dhankar
আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

By

Published : Oct 12, 2021, 3:23 PM IST

Updated : Oct 12, 2021, 4:38 PM IST

শিলিগুড়ি, 12 অক্টোবর : রাজ্যের আমলা এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের রাজনৈতিক ভৃত্য বলে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ শিলিগুড়ি পৌঁছে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের মুখ্য়সচিব সহ অন্য আধিকারিকদের সমালোচনা করেন তিনি ৷ রাজ্যপালের অভিযোগ, অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে ৷ রাজ্যের আমলারা এখন আর জনগণের ভৃত্য নয় ৷ তাঁরা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছে ৷ আর এভাবে চলতে থাকলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ধনকড় ৷

এ দিন কলকাতা থেকে সপরিবারে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল । দু’সপ্তাহের জন্য পরিবারকে সঙ্গে নিয়েই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি ৷ শিলিগুড়ি পৌঁছে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই রাজ্যের আমলা এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিক আচরণে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল ৷ তাঁর অভিযোগ, ‘‘রাজ্যের আইপিএস, আইএএস অফিসার এবং সহ মুখ্যসচিবের সাংবিধানিক প্রধানের প্রতি আচরণ একদমই ভাল নয় ৷ তাঁরা সংবিধান ভুলে যাচ্ছেন ৷ আমি একাধিকবার মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে এই বিষয়ে সতর্ক করেছিলাম ৷ আমার সঙ্গে বৈঠকে আসছেন অথচ কোনওরকম প্রস্তুতি আর নথি ছাড়াই ৷’’

আরও পড়ুন : Nabanna Fire: নবান্নের চোদ্দতলায় আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজ্যপালের প্রশ্ন, কেন তাঁরা সব বিষয়কেই হালকা ভাবে নিচ্ছেন ? তাঁরা আইন এবং সংবিধানের প্রতি অবহেলা করছেন বলেও অভিযোগ করেন জগদীপ ধনকড় ৷ অন্ডাল বিমানবন্দর তৈরি এবং অতিমারির সময় জরুরি সামগ্রী কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যপাল ৷ তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেই দুর্নীতি সংক্রান্ত নথি চেপে দেওয়ার চেষ্টা করছেন ৷ তাঁরা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জগদীপ ধনকড় ৷

আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

আরও পড়ুন : Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

রাজ্যপাল জগদীপ ধনকড় এও জানিয়েছেন যে, আজ সকালে কলকাতা ছাড়ার আগে তিনি মুখ্যসচিবকে রাজ্যের আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে কড়া বার্তা পাঠিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আজ সকালেও রাজ্যের মুখ্য সচিবকে কড়া সর্তক বার্তা দিয়েছি ৷ আমলাতন্ত্রে প্রশাসনিক অস্বচ্ছতা এবং প্রশাসনিক কাজে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হওয়া উচিত ৷ এটা নিশ্চিত করা তাঁদের কর্তব্য যাতে অপরাধীর আইনি পথে সাজা পায় ৷ কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷’’

আরও পড়ুন : Durga Puja Rules : দুর্গাপুজোয় শহর ও শহরতলীতে পণ্যবাহী ট্রাকে ঢোকায় নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে মালিকপক্ষ

Last Updated : Oct 12, 2021, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details