শিলিগুড়ি, 4 অক্টোবর : পুজোয় পরিকল্পনা ছিল বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখার । নতুন জামা, জুতো পরে সবার মতোই ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা । পুজোর বাকি দিনগুলো বাবাকে কাছে পাওয়া যায় না সেভাবে, তাই পুজোয় কোথায় যাবে, কী খাবে, সব ঠিক হয়ে গেছিল । গতকাল পঞ্চমীর সকাল থেকে যখন মণ্ডপে মণ্ডপে মায়ের মূর্তি ঢুকছে, জামা-কাপড়ের সঙ্গে জাঙ্ক জুয়েলারি বাছতে ব্যস্ত পরিবার । আচমকাই ফোনের অন্যদিকে মাটিগাড়া বাজারে আগুনের খবর । একধাক্কায় পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জো । তখনও কেউ জানে না আদৌ কার ঘর পুড়েছে । ছোটাছুটি মাঝেই জানা গেল সাতটি দোকান পুড়ে ছাই । পুড়ে ছাই দোকান মালিক, কর্মচারিদের পরিবারের পুজো দেখার স্বপ্নও । মা তো এলেন, নিয়ে এলেন একরাশ দুঃখ ? কেড়ে অন্ন জোগানের রাস্তাটাই ?এসব প্রশ্নের মাঝেই চোখের কোণ চিকচিক করে উঠল ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শ্যামল দাসের ।
বৃহস্পতিবার মাঝরাতে আগুন লাগে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া বাজারে । পুড়ে ছাই হয়ে যায় সাতটি দোকান । পুজোর মুখে ব্যবসা বন্ধ হয়ে যায় সাত ব্যবসায়ী-সহ কর্মচারীদের । ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি বলে দাবি করছেন তাঁরা । কয়েক ঘণ্টার মধ্যে আগুনে ছয়লাপ সাত পরিবার । পুজোয় আনন্দ তো দূর, এখন শুধু বাঁচার রসদ খুঁজে বেড়াচ্ছেন তাঁরা ।