দার্জিলিং, 20 অক্টোবর : প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং-সহ পাহাড়ের বিস্তীর্ণ অংশ ৷ শেষ খবর পাওয়া অনুয়ায়ী, তিনধারিয়ার কাছে মহানদী 55 জাতীয় সড়কের একাংশ বন্ধ রয়েছে ৷ লোধোমা পুলিশ সে্টেশনের কাছে মানেভঞ্জন ও লোধোমা সংযোগকারী রাস্তা বন্ধ রয়েছে ৷
এরমধ্যেও কিছু রাস্তা খোলা সম্ভন হয়েছে ৷ যার মধ্যে রয়েছে, 1. কালিম্পংয়ের 29 মাইল রোড, 2. কার্শিয়াং পুলিশ স্টেশনের অন্তর্গত দিলারাম মহনারানি টি এস্টেটের রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচল করছে ৷ খোলা সম্ভব হয়েছে, মংপু-লব্ধা রাস্তা ও মংপু মেইন রোড ৷ সদর পুলিশ স্টেশনের অন্তর্গত সিংমারি ও বাদামতাম সংযোগকারী রাস্তাও খুলেছে ৷ পুলবাজার থানার অন্তর্গত চংটন ও লিজাপিল সংযোগকারী রাস্তাও খুলেছে ৷