শিলিগুড়ি,18 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জেলায় প্রায়শ্যই দেখা যায় পথ কুকুরদের খাওয়ানোর ছবি ৷ অনেকে পথ কুকুরদের বাড়িতে রেখে দেখভাল করেন ৷ বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করান ৷ কিন্তু তাও দিনের পর দিন এই নিরীহ জীবদের ওপর হওয়া অত্যাচার যেন কম হচ্ছে না ৷
সম্প্রতি সামনে এসেছে তারই এক জ্বলন্ত উদাহরণ ৷ পথ কুকুরকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Raped Stray Dog in absence of wife) ৷ ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকদইবাড়ি এলাকায় । ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।
অভিযুক্তের নাম গোপাল দাস ৷ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ । রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন (cruelty on Stray Dog) ।