পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার মিছিল পেইড শো, অভিযোগ রাজু বিস্তার - শিলিগুড়ি

শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর মিছিল প্রসঙ্গে দার্জিলিঙের সাংসদ রাজু সিং বিস্তা এক বিবৃতি দিয়ে বলেন, "গায়ের জোরে টাকা পয়সা দিয়ে এবং হুমকি দিয়ে লোক নিয়ে আসা হয়েছে ৷ "

Mamata's rally is paid show said Raju Singh Bista
রাজু সিং বিস্তা

By

Published : Jan 3, 2020, 8:03 PM IST

শিলিগুড়ি, 3 জানুয়ারি : আজ শিলিগুড়িতে CAA এবং NRC ইশুতে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিছিলের জন্য সকাল থেকেই শ’য়ে শ’য়ে মানুষের ঢল নামে শহরে ৷ রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা শিলিগুড়ি পৌঁছান ৷ মুখ্যমন্ত্রীর মিছিল প্রসঙ্গে আজ দার্জিলিঙের BJP সাংসদ রাজু সিং বিস্তা এক বিবৃতি দিয়ে বলেন, "গায়ের জোরে টাকা পয়সা দিয়ে এবং হুমকি দিয়ে লোক নিয়ে আসা হয়েছে ৷ "

তিনি আরও বলেন, "পাহাড় থেকে সেভাবে মানুষ মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রায় যোগ দেননি । মুখ্যমন্ত্রী দেশের আইনের বিরোধিতা করছেন । তিনি নাগরিকত্ব সংশোধনী আইন পড়ে আমায় বলুন কোথায় ভারতীয় মুসলমানদের নিয়ে বিপদের কথা ওই আইনে বলা হয়েছে । আসলে উনি রাজনীতি করছেন । উনি BJP এবং কেন্দ্রীয় সরকারকে ভয় পাচ্ছেন । তাই এ সব নাটক করছেন ।" জানান, এসব করে দেশের আইনকে আটকানো যাবে না । নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হবেই ।

তিনি আরও বলেন, "উত্তরপ্রদেশ নিয়ে মুখ্যমন্ত্রী সভামঞ্চে অনেক কিছু বলেছেন । কিন্তু পাহাড়ে যে 11 জন গোর্খা ভাই-বোনেদের তাঁর পুলিশ গুলি করেছিল তা নিয়ে কেন কিছু বলেন না তিনি?"

ABOUT THE AUTHOR

...view details