পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইশু CAA, শিলিগুড়িতে মমতার প্রতিবাদ মিছিলে জনজোয়ার - mamata in siligudi

NRC ও CAA-র প্রতিবাদে আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ৷ শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি ৷ সেইমত আজ সকাল থেকেই বিশাল জনসমাগম শিলিগুড়ি জুড়ে ৷

image
শিলিগুড়িতে মমতা

By

Published : Jan 3, 2020, 1:32 PM IST

শিলিগুড়ি, 3 জানুয়ারি : হারানো জমি পুনরুদ্ধারে আজ উত্তরবঙ্গে মমতা ৷ গৌড়বঙ্গের তিন জেলার 4টি লোকসভা আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। দক্ষিণ মালদায় জেতে কংগ্রেস। রাজনৈতিক শিবিরের খবর, ওই ফলাফলে স্পষ্ট ছিল মালদা, বালুরঘাট, রায়গঞ্জে গেরুয়া শিবির শক্তি বাড়িয়েছে। তবে কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে ধাক্কা খায় BJP ৷ জয়ী হয় তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে NRC-কে হাতিয়ার করেন তৃণমূল নেতারা। নাগরিকত্ব (সংশোধনী ) আইন, 2019 ও NRC -র প্রতিবাদ তো রয়েইছে ৷ সবমিলিয়ে আজ শিলিগুড়ির মল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি ৷

দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে NRC ও CAA নিয়ে আন্দোলন ৷ NRC ও CAA নিয়ে সবর হয়েছেন মমতাও ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ এবার সেই প্রতিবাদের আঁচ উত্তরবঙ্গেও ছড়িয়ে দিতে আজ শিলিগুড়িতে মিছিল করছেন মমতা ৷ মিছিল শুরুর আগে মঞ্চে দাঁড়িয়ে তিনি বাকিদের শপথ নিতে বলেন, ''বাংলা ছাড়ব না ৷ কাউকে দেশ ছাড়তে দেব না ৷ শান্তিতে থাকব ৷ ধর্মের নামে দেশ টুকরো করছে BJP ৷ ''

মমতার মিছিলের জন্য সকাল থেকেই শ’য়ে শ’য়ে মানুষের ঢল শিলিগুড়ি শহরে ৷ সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন ৷ দুই দিনাজপুর, মালদা থেকেও বহু কর্মী সমর্থক ইতিমধ্যেই এসেছেন ৷ পাহাড় থেকেও বহু মানুষ শিলিগুড়িতে মমতার মিছিলে যোগ দিতে এসেছেন ৷

মমতার মিছিল ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শিলিগুড়ি ৷ উত্তরবঙ্গের প্রথম CAAও NRC বিরোধী মিছিল মমতার ৷ তাই প্রচুর লোকসমাগম হয়েছে শিলিগুড়িতে ৷

ABOUT THE AUTHOR

...view details