শিলিগুড়ি, 3 জানুয়ারি : হারানো জমি পুনরুদ্ধারে আজ উত্তরবঙ্গে মমতা ৷ গৌড়বঙ্গের তিন জেলার 4টি লোকসভা আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। দক্ষিণ মালদায় জেতে কংগ্রেস। রাজনৈতিক শিবিরের খবর, ওই ফলাফলে স্পষ্ট ছিল মালদা, বালুরঘাট, রায়গঞ্জে গেরুয়া শিবির শক্তি বাড়িয়েছে। তবে কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে ধাক্কা খায় BJP ৷ জয়ী হয় তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে NRC-কে হাতিয়ার করেন তৃণমূল নেতারা। নাগরিকত্ব (সংশোধনী ) আইন, 2019 ও NRC -র প্রতিবাদ তো রয়েইছে ৷ সবমিলিয়ে আজ শিলিগুড়ির মল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি ৷
দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে NRC ও CAA নিয়ে আন্দোলন ৷ NRC ও CAA নিয়ে সবর হয়েছেন মমতাও ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ এবার সেই প্রতিবাদের আঁচ উত্তরবঙ্গেও ছড়িয়ে দিতে আজ শিলিগুড়িতে মিছিল করছেন মমতা ৷ মিছিল শুরুর আগে মঞ্চে দাঁড়িয়ে তিনি বাকিদের শপথ নিতে বলেন, ''বাংলা ছাড়ব না ৷ কাউকে দেশ ছাড়তে দেব না ৷ শান্তিতে থাকব ৷ ধর্মের নামে দেশ টুকরো করছে BJP ৷ ''