পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে - উত্তর বঙ্গে মমতা

পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল তিনি পৌঁছে গেছেন শিলিগুড়িতে ৷ আজ তিনি আসবেন পাহাড়ে ৷ তাই কার্সিয়ঙের পাহাড়ি রাস্তায় তাঁকে স্বাগত জানাতে শেষ পর্বের প্রস্তুতি তুঙ্গে ৷

ছবি

By

Published : Oct 22, 2019, 12:20 PM IST

কার্সিয়ং , 22 অক্টোবর : আজ কার্সিয়ঙে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে স্বাগত জানাতে চলছে জোর প্রস্তুতি ৷ পোস্টার , ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে চারিদিক ৷

পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ গতকাল তিনি পৌঁছে গেছেন শিলিগুড়িতে ৷ আজ তিনি আসবেন পাহাড়ে ৷ তাই কার্সিয়ঙের পাহাড়ি রাস্তায় তাঁকে স্বাগত জানাতে শেষ পর্বের প্রস্তুতি তুঙ্গে ৷ গতকাল এই প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রোহিনীতে আসেন পাহাড় তৃণমূল কংগ্রেসের সভাপতি LB রাই । এছাড়াও তৃণমূল কংগ্রেস, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী সহ পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের তরফেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ ।

এই বিষয়ে কার্সিয়ংঙের নয়া বাজারের কমিউনিটি হলে দার্জিলিং ও কালিম্পং জেলার উন্নয়ন কর্মসূচি নিয়ে বৈঠক স্থানের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের কর্তারা ।

উল্লেখ্য, 2019 লোকসভা ভোটের প্রচারে পাহাড়ে এসে কার্সিয়ঙে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট পর্ব মিটে যাওয়ার পর এই প্রথম ফের পাহাড়ে তিনি । লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ও তার জোট মোর্চার বিনয়পন্থীদের ভরাডুবির পর এবার মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে এখন পাহাড় ।

ABOUT THE AUTHOR

...view details