শিলিগুড়ি, 27 মার্চ: "দেওচা পাচামিতে কয়লা খনি প্রকল্প আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র করা হয়েছে ৷ আমরা দেউচা পাচামি চাইছি, বিরোধীরা রামপুরহাট করে দিচ্ছেন ৷ এর আসল উদ্দেশ্য রাজ্যে যাতে শিল্প, চাকরি না হয় ৷ মূল্যবৃদ্ধি থেকে মানুষের নজর ঘোরাতে এসব করা হচ্ছে ৷ মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে সেই চেষ্টা চলছে ৷ " রবিবার শিলিগুড়িতে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Rampurhat Massacre) ৷ তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, "রামপুরহাটের ঘটনা ষড়যন্ত্র ৷ এর বিচার চাই ৷" এই ঘটনার নিন্দাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী ৷
বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে (Birbhum Bagtui Massacre) গত সোমবার রাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ ৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ ওইদিন রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ আগুনে পুড়ে মৃত্যু হয় আটজনের ৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা, রয়েছে শিশুও ৷ ঘটনার তদন্তে রাজ্য সিট গঠন করলেও, শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর এই গণহত্যা কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই ৷ রবিবার সরকারি অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূল সমর্থকের বাড়িতে ৷ আর তৃণমূলকেই গালগাল দিচ্ছে ৷" বগটুই কাণ্ডে প্রাথমিকভাবে পুলিশের কিছু ভুল ছিল বলেও এদিন স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "হ্যাঁ পুলিশের কিছু ভুল ছিল ৷ খুনের পর ওদের বোঝা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে ৷ সিট তদন্ত করছিল ৷ 22 জনকে গ্রেফতার করা হয় ৷ তৃণমূলের ব্লক সভাপতিও গ্রেফতার হয়েছে ৷ ওসি, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে ৷"