দার্জিলিং, 22 জানুয়ারি : ভোট না পেলেও পাহাড়বাসীর পাশেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দার্জিলিঙে CAA বিরোধী মিছিলের পর সেই বার্তাই দিলেন তিনি । একইসঙ্গে BJP-কেও কটাক্ষ করেন তিনি ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় দার্জিলিঙে আজ মিছিল করেন মমতা । দার্জিলিঙের ভানুভবন থেকে মিছিল শুরু হয় । দার্জিলিং রেল স্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হয় মিছিল ।
পাহাড়ে ভোট পাই না, কিন্তু পাশে আছি : মমতা - দার্জিলিঙে প্রতিবাদ মিছিলে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীর উদ্দেশে বলেন, "পাহাড়ে আমি ভোট পাই না । কিন্তু তাতে কী ? আপনাদের জন্য আমি পাশেই আছি । ওরা ভোটের সময় আসে । গোর্খাল্যান্ডের কথা বলে ভোট নিয়ে পালায় । কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না । পাহাড়ের ভালো চাই তাই পাহাড়ে আসি । এই পাহাড়, গোর্খারা কেউ NRC চান না । গোর্খাদের বলিদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত ।"
মিছিল শেষে মমতা এক সভায় পাহাড়বাসীর উদ্দেশে বলেন, "পাহাড়ে আমি ভোট পাই না । কিন্তু তাতে কী ? আপনাদের জন্য আমি পাশেই আছি । ওরা ভোটের সময় আসে । গোর্খাল্যান্ডের কথা বলে ভোট নিয়ে পালায় । কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না । পাহাড়ের ভালো চাই তাই পাহাড়ে আসি । এই পাহাড়, গোর্খারা কেউ NRC চান না । গোর্খাদের বলিদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত ।"
BJP-কে আক্রমণ করে মমতা বলেন, "NPR ফর্ম সংশোধন না করা হলে এই রাজ্যে NRC হবে না । আমার মায়ের জন্ম তারিখ আমি জানি না । তা বলে কি আমি ভারতীয় নাগরিক নই ? মা গ্রামে জন্মেছিলেন । এ রাজ্যে এসব করতে হলে আগে আমাকে ভাগাও । তারপর লোক ভাগাও । তার আগে এসব হতে দেব না । এই রাজ্যে 30 জন NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন । কিন্তু আশ্বস্ত করছি সকলকে । এখানে এসব হবে না । আমরা হিন্দুস্থানি । ভারত বা হিন্দুস্থান আমাদের দেশ । বাংলায় একটিও ডিটেনশন ক্যাম্প হবে না । "