পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিশুদের সঙ্গে আড্ডা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্য়ায়

উত্তরবঙ্গ সফরে শেষ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে শিশুদের সঙ্গে আড্ডা দিলেন মুখ্যমন্ত্রী ৷ তাদের হাতে তুলে দিলেন চকোলেট ৷ বৃহস্পতিবার কার্শিয়াং থেকে সরাসরি গোয়া রওনা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানান, আগামী মাসে ফের আসবেন পাহাড়ে ৷

Mamata Banerjee met children on last day of north bengal visit
Mamata Banerjee : উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিশুদের সঙ্গে আড্ডা মুখ্যমন্ত্রীর

By

Published : Oct 28, 2021, 3:37 PM IST

কার্শিয়াং, 28 অক্টোবর : আগামী মাসে আবারও পাহাড়ে আসার প্রতিশ্রুতি দিয়ে এবারের মতো উত্তরবঙ্গ সফর শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার ছিল তাঁর সফরের শেষ দিন ৷ যার শুরুটা একেবারে অন্যভাবে করেন মুখ্যমন্ত্রী ৷ প্রাতঃভ্রমণে বেরিয়ে খোশ গল্প জুড়ে দেন শিশুদের সঙ্গে ৷ তাদের কে কোন স্কুলে পড়ে, কোথায় থাকে, এমন অনকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ৷ শিশুরাও তাঁকে নাগালে পেয়ে অনেক কথা বলে ৷ মুখ্যমন্ত্রীর তরফে তাদের মোমো এবং মিষ্টি খাওয়ানো হয় ৷ মমতা নিজেই তাদের হাতে তুলে দেন চকোলেট ৷

আরও পড়ুন :Mamata Banerjee : পাহাড়ে ফুরফুরে মেজাজে মুখ্যমন্ত্রী, অভিষেক-কন্যার জন্য কিনলেন জুতো

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সফরে অত্যন্ত ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ একের পর এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ যোগ দেন সরকারি অনুষ্ঠানেও ৷ বৃহস্পতিবার, তাঁর এবারের সফরের শেষ দিনে অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরোন তিনি ৷ বেশ খানিকটা হাঁটার পর একটি দোকানের সামনে কয়েকজন শিশুকে বসে থাকতে দেখে থেমে যান মমতা ৷ তিনিও সেখানেই বাচ্চাদের সঙ্গে গল্প করতে বসে যান ৷ এভাবে অনেকটা সময় কাটে ৷

আরও পড়ুন :Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

এরপর নির্দিষ্ট সময় কার্শিয়াং ছেড়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এখন আমি গোয়া যাচ্ছি ৷ ওখানে পৌঁছতে সন্ধে হয়ে যাবে ৷’’ প্রসঙ্গত, গোয়ায় বিধানসভা নির্বাচন আসন্ন ৷ আপাতত বিজেপির দখলে থাকা এই রাজ্যে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল শিবির ৷ তার জন্য শুরু হয়েছে জোর তৎপরতা ৷ মমতার গোয়া সফর তাই বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ তবে অন্য রাজ্যে সংগঠন তৈরি ও তার বিস্তার নিয়ে ভাবনা, চিন্তা করলেও তৃণমূলনেত্রী যে পাহাড় নিয়ে এখনও অত্যন্ত সচেতন, এদিন তাও স্পষ্ট করে দেন তিনি ৷ গোয়ায় যাওয়ার আগে জানিয়ে দেন, আগামী মাসেই তিনি ফের আসবেন পাহাড় সফরে ৷

ABOUT THE AUTHOR

...view details