পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর - সিঙ্গুর আন্দোলন

উত্তরবঙ্গকে (North Bengal) বঞ্চনার অভিযোগ প্রায়ই শোনা যায় বিজেপির মুখে ৷ কেউ কেউ তো আলাদা রাজ্যের দাবি তুলেছেন ৷ এই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শিলিগুড়ি থেকে বাংলাকে এক রাখার বার্তাও দিলেন ৷

mamata-banerjee-message-to-keep-west-bengal-united
Mamata Banerjee: বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

By

Published : Oct 19, 2022, 4:13 PM IST

Updated : Oct 19, 2022, 5:53 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর: উত্তরবঙ্গ (North Bengal) থেকে বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি জানিয়েছেন, দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে পশ্চিমবঙ্গ ৷

এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল ৷ ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি উত্তরের মানুষদের প্রতি তাঁর আবেদন, ‘‘কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ কোনও ভাগাভাগি নয় ৷ বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন 2021 সালের বিধানসভা নির্বাচন (Bengal Assembly Elections 2021) হয়ে যাওয়ার পর থেকেই উত্তরবঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবি উঠেছে ৷ বিশেষ করে বিজেপির (BJP) তরফ থেকেই এই দাবি বারবার তোলা হয়েছে ৷ বিজেপির দাবি, উত্তরের মানুষকে বঞ্চিত করা হয়েছে বরাবর ৷ সম্প্রতি মালবাজারের ঘটনা (Malbazar Flash Flood Accident) নিয়েও উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হয় বিজেপি ৷ মুখ্যমন্ত্রীও এনিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তার পর আবার বুধবার এই নিয়ে সরব হলেন তিনি ৷

বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গকে ঐক্যবদ্ধ করতে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, উত্তরের মানুষের সঙ্গে যোগাযোগ দক্ষিণের থেকেও বেশি ৷ উত্তরের জন্য অনেক উন্নয়ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন ৷

এছাড়া এদিন অন্য অনেক ইস্যুতেও মুখ খোলেন মমতা ৷ তিনি দাবি করেন, ‘‘টাটাকে আমি তাড়াইনি ৷ সিপিএম তাড়িয়েছে ৷’’ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) জন্যই রতন টাটা (Ratan Tata) কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এই অভিযোগ বারবার শোনা গিয়েছে সিপিএমের বহু নেতার মুখে ৷ কিন্তু বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে তিনি টাটাকে তাড়াননি ৷

আরও পড়ুন:টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

Last Updated : Oct 19, 2022, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details