ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Hill Strike: বঙ্গভঙ্গ ইস্যুতে বনধ করলে রেয়াত নয়, শিলিগুড়িতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর - অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি

বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব (Motion against Separate State) পেশ হওয়ায় ক্ষুব্ধ পাহাড়ের রাজনীতিকদের একাংশ ৷ তাঁরা আগামী বৃহস্পতিবার এই নিয়ে বনধ ডেকেছেন ৷ কিন্তু এই ধরনের বনধ বরদাস্ত করা হবে না বলে মঙ্গলবার সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Hill Strike
Mamata on Hill Strike
author img

By

Published : Feb 21, 2023, 7:12 PM IST

বঙ্গভঙ্গ ইস্যুতে বনধ করলে রেয়াত নয়, শিলিগুড়িতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: পাহাড় বনধ (Hill Strike) ও বঙ্গভঙ্গ (Separate State) ইস্যুতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বনধ আর বঙ্গভঙ্গ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । বঙ্গভঙ্গর সঙ্গে পাহাড় বনধ নিয়ে যারা রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে এদিন সরকারি মঞ্চ থেকেই খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী । তাঁর সাফ হুশিয়ারি, আইনের উর্ধে কেউ নয় । শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে আন্দোলন হতেই পারে ৷ কিন্তু তাই বলে বনধকে কোনোভাবে রাজ্য সরকার সমর্থন করে না ।

বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব পেশের পালটা পাহাড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে বিরোধীরা । মূলত, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন নেতা বিনয় তামাং, অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) এই বনধ ডেকেছে । পাশাপাশি ওই বনধকে সমর্থন জানিয়েছে জিএনএলএফ (GNLF) । 23 ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই পাহাড়ে বনধ ডাকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । আর সেই কারণেই এদিনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বঙ্গভঙ্গ আর পাহাড় বনধ নিয়ে কঠোর অবস্থান নিতে দেখা গেল তাঁকে ।

মঞ্চ থেকেই ওই দুই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, "আজ থেকে বাইরে কোনও অনুষ্ঠান করা যাবে না । ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ । আর রাস্তায় বসে পড়লে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে ? আমি রাজনৈতিক দলের কাছে বলব কেউ এই ধরনের কাজ করবেন না । কেউ কেউ আছে বছরে একবার করে বনধ ডাকে । বনধ পলটিক্স উঠে গিয়েছে বাংলা থেকে । বাংলাকে খোলা রাখতে হবে, তাতে উন্নয়ন হবে ।"

এরপরই ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "যদি কেউ মনে করে বনধ করে দেখাই একবার ক্ষমতা ৷ আমি পরিষ্কার বলে যাচ্ছি কোনও বনধ হবে না । আমরা বনধ সমর্থন করব না । পাহাড়ে মাঝে মাঝে কেউ কেউ জাগে । উন্নয়নের জন্য জাগে না । কী করে অশান্তি করা যায় তার জন্য জাগে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমি পরিষ্কার বলে যাচ্ছি পুলিশকে, পরীক্ষা শুরু হচ্ছে ৷ যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন কর‍তে যায়, তবে আইন মেনে করতে হবে । আইন হাতে নিলে কোনোরকম রেয়াত করা হবে না, সে যেই হোক ।" পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে কোনোভাবে এনআরসি করতে দেবেন না ।

আরও পড়ুন:23 ফেব্রুয়ারি পাহাড়ে বনধ ডাকল বিরোধীরা, পালটা হুঁশিয়ারি অনিত থাপার

ABOUT THE AUTHOR

...view details