দার্জিলিং, 27 জুন: জরুরি অবতরণের সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খবর নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । অন্তত এমনই খবর মিলেছে বিশ্বস্ত সূত্রে । যদিও ওই বিষয়ে কিছু জানাতে চায়নি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ।
মঙ্গলবার জলপাইগুড়িতে সভা সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী । জলপাইগুড়ির ক্রান্তিতে সভা সেরে হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি । সেই হেলিকপ্টার করে সোজা বাগডোগরার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাঁর । কিন্তু মাঝে প্রবল বৃষ্টির মুখে পরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার । বাগডোগরা পৌঁছাতে পারা যাবে না দেখেই পাইলট শালুগাড়া সেনা ছাউনির দিকে এগিয়ে যান । যার ফলে সেখানেই জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঁপতে কাঁপতে হেলিকপ্টারের অবতরণ হয় । যার ফলে প্রস্তুত ছিল না হেলিপ্যাডও । সেনা আধিকারিকদের থেকে প্রাথমিক অনুমতি নিয়েই প্রবল ঝড়বৃষ্টির মধ্যে অবতরণ করানো হয় হেলিকপ্টারটি । সেই সময় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে পায়ে ও কোমরে ব্যথা পান । কারণ, জরুরি অবতরণের কারণে মুখ্যমন্ত্রীর জন্য সিঁড়ি প্রস্তুত ছিল না । যে কারণে বেশি উচ্চতা থেকে লাফিয়ে নামতে গিয়েই ওই অঘটন বলে জানা গিয়েছে ।