পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভায় হারের পর ফের পাহাড় সফরে আসছেন মমতা - পাহারে সফর

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই পাহাড়ে প্রস্তুতি শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর যাত্রা পথের দু'ধারে লাগানো হচ্ছে অসংখ্য কাটআউট, পোস্টার এবং তৈরি হয়েছে বড় বড় তোরণ । পাহাড়ের বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের তরফে তাকে স্বাগত জানিয়ে ব্যানার লাগিয়েছে । প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অভ্যন্তরেও ।

মমতা

By

Published : Oct 16, 2019, 6:00 PM IST

শিলিগুড়ি , 16 অক্টোবর : লোকসভা নির্বাচবের পর প্রথম পাহাড় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 21 অক্টোবর শিলিগুড়ি আসবেন তিনি । ওইদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ 22 অক্টোবর উত্তরকন্যার আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠক ৷ সেই বৈঠক শেষে প্রশাসনিক কার্সিয়াং-এর যাবেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে তাঁর ৷

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই পাহাড়ে প্রস্তুতি শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর যাত্রা পথের দু'ধারে লাগানো হচ্ছে অসংখ্য কাটআউট, পোস্টার এবং তৈরি হয়েছে বড় বড় তোরণ । পাহাড়ের বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের তরফে তাকে স্বাগত জানিয়ে ব্যানার লাগিয়েছএ । প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অভ্যন্তরেও ।

লোকসভা নির্বাচনের আগে ঘন ঘন পাহাড় সফরে আসতেন মুখ্যমন্ত্রী । বিভিন্ন সরকারি প্রকল্পে কাজকর্মে অগ্রগতি খতিয়ে দেখতেন ৷ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু বাস্তবে লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে খাতাই খুলেতে পারেনি তৃণমূল । প্রত্যাশা থাকলেও দার্জিলিং কেন্দ্রে ভরাডুবি হয় জোড়া ফুলের ।

নির্বাচনের ফল ঘোষণার পর আর পাহাড়ে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উন্মাদন তুঙে পাহাড়ের তৃণমূল শিবিরে ৷ মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছেন উত্তরবঙ্গের শাসকদলের নেতাকর্মীরা । একদিকে BJP-র বাড়বাড়ন্ত, অন্যদিকে উত্তরবঙ্গে কিছু জেলায় রয়েছে তৃনমূলের আভ্যন্তরীণ দুর্বলতা ৷ তাই প্রশাসনিক বৈঠকে কোনও নতুন প্রকল্পের ঘোষণা হয় কিনা তা জানতে মরিয়া সকলে ।

ABOUT THE AUTHOR

...view details